আমরা এমন একটা অদ্ভুত সমাজে বসবাস করি যেখানে একদিকে আমরা আশা করি ডাক্তার “অগ্নীশ্বর” হবেন , আবার অন্যদিকে ভালো ডাক্তারদের মূল্যায়ন করি ডাক্তার-এর গাড়ি দেখে বা বিভিন্ন app-এ “5 star” রেটিং দেখে… অদ্ভুত না??
এই চেম্বার করার সময় থেকেই লোকজন আমায় একটা “গাড়ি” নিয়ে নানান কথা বলে … কেউ বলে গাড়ি থেকে না নামতে দেখলে রুগী পাত্তা দেবেনা… কথাটা হয়তো সত্যিও… আবার কেউ আমায় বাস বা টোটো থেকে নামতে দেখলে অবাক হয়ে জিজ্ঞেস করে, “বাসে এলেন? আপনার গাড়ি নেই?”… অথচ সদ্য পাশ করা একজন মধ্যবিত্ত ডাক্তারের যে গাড়ি না থাকাটাই স্বাভাবিক এটা আমাদের মনে হয়না….!
অনেক বন্ধু-বান্ধবদের ভিতরেও গাড়ি কেনাটা একটা peer pressure-এর পর্যায়ে চলে গেছে… আমি এই ব্যাপারে আমার বাবা-মা এর কাছে কৃতজ্ঞ, বিশেষ করে বাবা-র কাছে… বড়ো হয়ে বাড়ি করতে হবে বা গাড়ি কিনতে হবে এহেন কোনো স্বপ্ন আমার wish list-এ জমতে দেননি কখনো… কখনো হয়তো কিনবো গাড়ি, বাড়িও করবো হয়তো, কিন্তু এগুলোই স্বপ্ন নয়, এগুলো সাফল্যের মাপকাঠিও নয়…. আমার এই মধ্যবিত্ত মূল্যবোধ সমৃদ্ধ সাধারণ জীবনটুকুই সুখ…. আর সেই জন্যেই হয়তো হতাশা কম… আর যাই হোক কে কটা বাড়ি করলো আর কে নতুন গাড়ি কিনলো এই সামান্য হিসেবটুকু আমার জীবনে হতাশা হয়ে জমবে না কোনোদিন… এর কৃতিত্ব আমার বাবা মা-এর, বাবা-র খানিকটা বেশিই… !!
শুধু বাড়ি-গাড়ি বলে নয়, কোনোদিন ক্লাসে কতো নম্বর পেলাম আর প্রথম হলাম না দ্বিতীয় হলাম তাই নিয়েও মা-বাবাকে বিশেষ হা-হুতাশ করতে দেখিনি… আমি পরীক্ষা খুব খারাপ দিয়ে এসেছি, তারপরেও মা ধরে নিয়ে গেছে বাইরে খাওয়াতে, “আজকে পরীক্ষা শেষ, চল ঘুরে আসি, যা হওয়ার হয়ে গেছে “… অথচ সেই সময়ও অনেক বন্ধুদের বাড়িতে 4 নম্বর কম পাওয়া নিয়ে যুদ্ধ হচ্ছে এমন গল্পও শুনেছি….! আমার মা-বাবা এখনও চেম্বারে পেশেন্ট না হলে পিঠ চাপড়ে বলে “কি আছে, কালকে হবে “!
প্রতিটা বাচ্চার জন্যই সাফল্যের মাপকাঠি বাড়ি, গাড়ি আর পয়সা income না হয়ে যদি কিছু মূল্যবোধ আর সততা হতো, যদি ভালো থাকা হতো, যদি ভরসার হাত থাকতো পিঠে, তাহলে হয়তো অনেক হতাশা-ই প্রশমিত হতে পারতো!!
আর হ্যাঁ, আপনার ডাক্তার একজন মধ্যবিত্ত মানুষ হতে পারেন, public transport-এ যাতায়াত করতেই পারেন, সাধারণ দোকানের সাধারণ জামা পরতেই পারেন… এগুলো খুব স্বাভাবিক আর সাধারণ ব্যাপার… নিজের কল্পনায় তাকে কর্পোরেট স্টার বানিয়ে তার ভিতরে “অগ্নীশ্বর ” খুঁজবেন না… একজন মানুষের সৎ-ভাবে কতোটা রোজগার করবেন আর কিরকম জীবন-যাপন করবেন সেটা তার choice-এর সাথে ডাক্তারিবিদ্যা বা clinical skill আর knowledge-এর কোনো সম্পর্ক নেই, বিশ্বাস করুন!!!