হ্যালো দাদু, একটু হেল্প করতে হবে।
আরে, বল বল দাদুভাই, তোমার উপকারে লাগতে পারলে নিজেরই ভালো লাগবে।
পরশু একটা mock interview exam হবে। টেকনিক্যাল দিকটা নিয়ে পেপার করে নিয়েছি। হঠাৎ আজ শুনলাম প্রথম স্ক্রিনিং করে 500 জন থেকে 50 করতে হবে এবং সেটারই গুরুত্ব দেওয়া হবে। অনেক চেনা জানা, সুপারিশ এসব থাকে। এমন কিছু প্রশ্ন রাখতে হবে যে, উত্তর না বলতে পারলে কিছু বলার থাকবে না, কেন বাদ দেওয়া হল বলে?
তা আমায় কি করতে হবে দাদুভাই? আর তুমি হঠাৎ আমাকেই বা বললে কেন? এসব তো এখন নেট এই পাবে।
না, নেট থেকে নিলে সেটা জানাজানি হলে পুরো 0 করে দেবে। আর একটু অন্যরকম চিন্তা ভাবনা যদি কিছু পাই তোমার থেকে তাই বলা।
তা পোস্টটা কিসের? আর যাদের ইন্টারভিউ নেবে তাদের যোগ্যতা কি?
Data entry operator. তবে একটু অন্যরকম। প্রচুর ইনফরমেশন মনে রাখতে হবে।
আমার মাথায় যদি কিছু আসে তোমায় জানাবো লিখে। তার থেকে তুমি তোমার মত করে নিতে পারবে, যদি চাওl
রাতে টুকাইয়ের ঠাম্মা তার দাদুকে রাতের খাবার দিতে গিয়ে গজগজ করতে থাকে: কি যে দিনকাল পড়লো, চারদিকে শুধু 2 নম্বরই লোকজন।
কেন কি হলো?
আর বল কেন? সকাল বেলায় একটি মিষ্টি বাচ্চা ছেলে এসে একটা মিক্সি গছিয়ে গেছে। বিকালেই দেখি গন্ডগোল করছে।
একনম্বর, দুই নম্বর ….দাদু ভাবতে থাকেন….
হঠাৎ ইউরেকা পেয়েছি,… বলে তড়িঘড়ি খাওয়া ফেলে হাত ধুয়ে মোবাইলে লিখতে বসে যায় তার প্রিয় দাদুভাইকে:
“আমরা সবাই এখন নম্বরী দাদুভাই। জন্ম থেকে আমরা শুধু নম্বর নিয়ে বেঁচে আছি।,,,১৮ বছর হওয়া অবধি সাধারণত এক নম্বরই থাকি।
তা সেটা কোন নম্বর?
১৮ বছর হলেই আরো অনেক নম্বর দিয়ে আমরা বাঁধা পড়ে যাই। প্রথমটা যদি আধার নম্বর জিজ্ঞাসা করা হয়, পরের গুলো হলো ভোটার কার্ড নম্বর, প্যান নম্বর, মোবাইল নম্বর, ব্যাংক একাউন্ট নম্বর, পাসপোর্ট নম্বর, আরো কত কি?
এই সবকটা নম্বর মনে রাখা কিন্তু খুব সহজ নয় দাদুভাই। মোবাইল নম্বর ঠিক আছে, কিন্তু আধার, ভোটার কার্ড নম্বর, ব্যাংক একাউন্ট নম্বর অনেকেই বলতে গিয়ে…..
তারপর দ্যাখো 3 নম্বরের সংখ্যা কিরকম গুরুত্বপূর্ণ। ব্যাংকের এটিএম এর cvv কিন্তু 3 ডিজিটের। বহু password 4 ডিজিটের হয়। পাই এর মান কিন্তু 5 ডিজিটের, বা আলোর গতিবেগ। ব্যাংকের কাজকর্ম করতেও কিন্তু IFSC, MICR এসব লাগে। সেগুলোতেও কিন্তু নির্দিষ্ট কোড থাকে, নির্দিষ্ট সংখ্যা থাকে। এসব ভেবে দেখতে পারো। নম্বর নিয়ে আমরা কিরকম বাঁধা পরে আছি জন্ম থেকে মৃত্যু অবধি। আর ডাটা অপারেটরের স্মরণ শক্তি জানতে এগুলো তোমায় কাজে দেবে হয়ত।
স্রেফ আধার নম্বর জানতে চেয়েই বাজিমাত করে দিয়েছি দাদু। কয়েক জন পেরেছে খালি, তাদের তোমার দেয়া বাকি প্রশ্নগুলো যেমন 3 ডিজিটের গুরুত্ব জীবনে বা IFSC MICR, ভোটার কার্ড নম্বর নিজের, এসব নিয়ে জিজ্ঞাসা করাতে কুপোকাত।
প্রশংসিত হয়েছি। কৃতিত্ব তোমার। সামনের মাসে সমাবর্তন আছে। তুমি এসো। বাবা মাকে বলবো তোমায় নিয়ে আসতে।
শোনো, টুকাই তোমাকে আমাদের সাথে নিয়ে যেতে বলেছে ওদের কলেজের অনুষ্ঠানে। ওর জন্য একটা ভালো ড্রেস কিনতে যাচ্ছি। তুমি যাবে কি? তোমারও একটা ভালো ড্রেস কলেজে যাবার দিনের জন্যে …..
ঠিক আছে, যাবো।
কলকাতার নামকরা ব্র্যান্ডেড কোম্পানির আউটলেটে:
Sir, 20 percent discount, যদিও billing section-এ 5 percent sale tax বসাবে। আপনার জন্য একটু হেল্প করে দিচ্ছি এখানেই ডিসকাউন্ট amount লিখে দিচ্ছি। billing section এ tax বসালেও আপনি লাভবান হবেন।
No, young man, আপনি টোটাল amount-এর উপরে 5 percent tax তারপর 20 percent discount দিলেও ব্যাপারটা এক থাকবে।
আহ্ এত কথা বলো কেন? এখানে চুপ করে বসে রেস্ট নাও। আমি ওনার কথামতো billing section ঘুরে আসছি। আর এত কথা বলো বলেই ছেলের কলেজে নিয়ে যেতে আমার ….
হ্যাঁ রে, তাই ভালো। তোরা যা। আমার এই বয়সে এত ধকল পোষাবে না। আমি নরেন্দ্রপুরেই থাকবো। আর তোর মাও একা থাকবে। সেটা ঠিক হবে না।
জীবনের এক চরম গুরুত্বপূর্ণ দিনে টুকাই স্টেজে উঠে সামনে কিছুই দেখতে পায় না। ধরে নিতে চায় ওই অসংখ্য সামনের মাথাগুলোর মধ্যে একটি তার দাদুর। বন্ধুকে বলেই রেখেছে আগে নিজের স্পিচটা যেন রেকর্ড করে রাখা হয়।
মানুষের জীবনটা যদি একটা জার্নি হয়, তবে তার শুরুটা, আর শেষটা জানা থাকলেও …এই দীর্ঘ পথে কাউকে কাউকে লাগে যে তোমায় গাইড করবে। তোমাকে শেখাবে জার্নিটা কতটা উপভোগ্য। অনেকটা ট্রেন জার্নিতে জানলার ধারে সিটের মত। ছাত্রজীবনের অসহনীয় চাপের মুখে আমি ভাগ্যবান এমন একটা মানুষকে পেয়ে। জানালার ধারে জায়গা পেলেও জানালাটা খুলে বাইরের দৃশ্য দেখতে শিখিয়েছেন, বুঝতে সাহায্য করেছেন।
ঠিকঠাক খাচ্ছ তো?
পড়াশুনা করছ তো?
কোনো অসুবিধা হলে বলো?
টাকার দরকার হলে বলো?
এর বাইরের বিশাল পৃথিবীকে দেখতে চিনতে সাহায্য করেছেন। কুয়োর মধ্য থেকে আকাশকে কত ছোট লাগে। ধারণাই করা যায় না আকাশের বিশালত্ব।
দাদু সেটাই আমাকে শিখিয়েছে। তাই আজ পরিচয় করিয়ে দেই আপনাদের কাছে আমার সেই দাদুকে। দাদু কাম my friend Mr, Kamal Kumar Kar।
পরদিন টুকাইয়ের বাবা যখন টুকাইয়ের দাদুকে রেকর্ডিংটা শোনায়….
আর একটু আগে বিয়ে করতে পারতিস। দাদুভাইকে আর একটু দেখতে পারতাম। জীবনটাকে লোভী করে দিয়েছিল ও। কিন্তু আমার যে date of expiry এসে গেছে প্রায়……
বলেই বাথরুমে ঢুকে জলের কলটা খুলে …কাঁদতে থাকেন টুকাইয়ের দাদু। এটুকু শুধু নিজের থাক। শব্দটাও যেন বাইরে না…….
ক্রমশঃ