পুত্র সন্তান “বংশ রক্ষা” করে আর কন্যা সন্তান করে না এর থেকে অবৈজ্ঞানিক কথা আর কিছুই হয়না!!
দেখুন আপনি বা আপনার বংশ হলো আসলে ওই 46 টা ক্রোমোজোম… সন্তান উৎপাদনের সময় 23টা আপনি transmit করবেন 23 টা আপনার স্বামী বা স্ত্রী! মানে সন্তানের অর্ধেক gene বাবার, অর্ধেক gene মা-এর… এক্ষেত্রে পুত্র আর কন্যার কোনো ফারাক নেই!! কন্যার বিবাহ হলেও gene এর তো কোনো পরিবর্তন করা যায়না মশাই, কোনো মন্ত্র পড়েই করা যায়না….!!
ওই gene এর মাধ্যমেই আপনি আপনার বংশের দোষ-গুণ-বিদ্যা-প্রতিভা এমনকি অসুখ-বিসুখ ইত্যাদি পরবর্তী প্রজন্মে transmit করেন, আর বিশ্বাস করুন এক্ষত্রে বাচ্চার বাবার “বংশের” যা অবদান, মায়ের বাড়ির “বংশের”ও সমান অবদান!!!
তাই অযথা পুত্র সন্তান, পুত্র সন্তান আর বংশ-বংশ করবেন না… শিক্ষিত হোন…!!
আর যদি এরপরেও অশিক্ষিত-ই থাকেন, তবে ভেবে দেখুন তো ওরকম নিম্নমানের gene (বংশ ) রক্ষা করেই বা লাভটা কি?? এমনিই পৃথিবীর যা জনসংখ্যা!!!