শংকরের জনঅরণ্য উপন্যাসে লেখক বাঙালীকে ব্যবসা করতে শিখিয়েছিলেন। সেটা সত্যজিৎ রায় সিনেমাতে ইলাসট্রেট করেছিলেন।
একটা গালভরা জুৎসই অমুকতুসুক ট্রেডিং কো নামে একটা সাপ্লাই এজেন্সি খুলতে হবে। শুরুর দিকে ছোটখাটো অর্ডার সাপ্লাই করতে হবে। যেমন, একটা স্কুলে বই খাতা পেন্সিল চক ডাস্টার। এরপর ধীরে ধীরে শহরের ব্যবসাবহুল জায়গায় এক বিখ্যাত বাড়ির একটা ঘরে একটা টেবিল ভাড়া করুন, ধরুন ঘন্টা দুয়েকের জন্য। (এরকম পাওয়া যায়। সেটাও আরেক ব্যবসা।)) সেই টেবিলের সামনে একটা ছোট ডিসপ্লেতে আপনার কোম্পানীর নাম জ্বলজ্বল করবে। ঘরে থাকবে একটাই ফোন। (তখন ল্যাণ্ডলাইনের যুগ ছিল।)
এবার আপনাকে ভিজিটিং কার্ড ছাপিয়ে নিতে হবে। সেই কার্ডে আপনার অফিসের ঠিকানা (ব্যস্ত ব্যবসাবহুল রাস্তার নামটা ও বাড়ির নম্বরটা বিজনেস গ্ল্যামার বাড়িয়ে তুলবে) সাথে সেই ফোন নম্বর এবং ফোন করবার নির্দিষ্ট সময় উল্লেখ থাকতে হবে। এবার থেকে নতুন ক্লায়েন্টের খোঁজে বেরোলে প্রথমেই নিজের ভিজিটিং কার্ডটা বেয়ারা মারফৎ ভেতরে পাঠিয়ে অপেক্ষা করুন। দেখবেন, সাফল্য জাস্ট সামনে এসে দাঁড়িয়ে আছে।
মনে রাখতে হবে, আপনার নির্দিষ্ট সময় পেরিয়ে গেলে টেবিল ছেড়ে দিতে হবে। কারণ ততক্ষণে অন্য কোম্পানীর হকদার এসে গেছে।
আমার কলেজ জীবনের এক বন্ধুর উত্থান এভাবেই হয়েছিল। লিখেছিলাম একবার। সে ঐ উপন্যাসটা পড়েছিল। তখনো সিনেমাটা তৈরি হয়নি। আমি তার সাথে ঘুরেছি অনেকবার। বড়বাজারে তার টাইমবার্ড অফিসটাও দেখেছি। অনেক আগে লিখেছিলাম একবার।
তবে মোবাইলের যুগে এই ব্যবসার ফর্ম্যাট যে ভিন্ন হবে, সেটা বলাই বাহুল্য।
পরে একদিন লিখবো, খোদ সেক্টর ফাইভে আমি কেমন ব্যবসা দেখে এসেছি।
আরেকটার হদিস দিই। একসময় মাত্র একটা রুমেই ইউনিভার্সিটি চালু করবার ব্যবসার কথা শুনেছিলাম। ততদিনে কম্পিউটার, নেট ইত্যাদি এসে গেছে। তারা নানারকম ডিগ্রি দিতো। বিহারের মাধ্যমিক থেকে শুরু করে ডাক্তারি পর্যন্ত। এরা আবার ফ্র্যাঞ্চাইজি নিতো।
আমিও ভাবছি একটা ডিগ্রির দোকান খুলবো। শুধু যেটা চাই তা হল একটা মৌ মানে লিঁয়াজো, আর সহৃদয় শিক্ষা প্রচার দপ্তর, নইলে বেমক্কা কেস ঠুকে দিলে ঝামেলা।
আমি যে ডিগ্রিটা দিতে চাই, তার হল,
(G)MBB(G)S,
ডিটেলে ফুল ফর্ম হল
Bachelor of Guugle Medicine; Bachelor of Guugle Surgery.
এই ডিগ্রি নিয়ে ডাক্তারের চেম্বারে ঢুকলে, সে ব্যাটা আর ট্যাঁফোঁ করতে পারবেনা। পাতা ভরিয়ে ওষুধ ইনভেস্টিগেশন লেখার চল উঠে যাবে। গ্রান্টি।
তখন ডাক্তারদের সাহস হবে?
চেম্বারের বাইরে এরকম পোস্টানোর?