⚠️আপনি সারাজীবনে নিজের এবং পরিজনদের জন্য স্বাস্থ্যখাতে যা খরচ করবেন তার ৩৭% ইন্সুরেন্স/ মেডিক্লেম ইত্যাদির মাধ্যমে ফেরত পাবেন। কিন্তু ৬৩% আপনার নিজের পকেট থেকে দিতে হবে।
⚠️এই নিজের পকেট থেকে যে খরচ করবেন তার খুব সামান্য অংশ ডাক্তারের ফিস। অনেক বেশি আপনার পরীক্ষানিরীক্ষার খরচ। আর সবচেয়ে বেশি হোলো ওষুধের খরচ। যার কোনোটাই মেডিক্লেমের আওতায় নেই।
⚠️ভারতবর্ষে এই নিজের পকেট থেকে খরচ দিতে গিয়ে প্রতি বছর ৭% বা ৬ কোটি ৩০ লক্ষ মানুষ দারিদ্র সীমার নীচে নেমে যাচ্ছেন। ( সূত্র MOHFW 2016)
⚠️ আয়ুষ্মান ভারত, স্বাস্থ্য সাথী, আপনার নিজের মেডিক্লেম সবের ক্ষেত্রেই এগুলো সত্য।
⚠️আয়ুষ্মান ভারত, স্বাস্থ্য সাথী উভয়েই বেসরকারি বীমা সংস্থার হাতে ন্যস্ত।
কেন এই out of pocket বা নিজের পকেট থেকে খরচা বীমার আওতায় আসবে না সে প্রশ্নটা একমাত্র আপনিই তুলতে পারেন।
প্রতি বছর ছয় কোটি হলে গত ছয় বছরে 36 কোটি মানুষ নতুন করে দারিদ্র্য রেখার ওপর থেকে রেখার নিচে নেমেছে। এটা কিঞ্চিৎ অবিশ্বাস্য। রেফারেন্স দিলে ভাল হয়।