নিত্যানন্দ জনবাণী কমিউনিটি রেডিওতে প্রথম প্রচারিত। দুর্গাপুজোর সময় বিধি নিষেধ না মানায় আবার ছড়িয়ে পড়েছে করোনা সংক্রমণ, তাই সাক্ষাৎকারটির পুনঃপ্রচার।
পরশপাথর
ডাক্তার মাশাই, পরশ পাথর সত্যিই হয়। অ্যাই দ্যাকো, বিশ্বেস হচ্চে না তো। আচে আচে, আর কী বলব মাশাই, সে আবার এমনি পাথরের মত নয়। জ্যান্তো…।