নিত্যানন্দ জনবাণী কমিউনিটি রেডিওতে প্রথম প্রচারিত। দুর্গাপুজোর সময় বিধি নিষেধ না মানায় আবার ছড়িয়ে পড়েছে করোনা সংক্রমণ, তাই সাক্ষাৎকারটির পুনঃপ্রচার।
দল্লী রাজহরার ডায়েরী পর্ব-১৬
৪/৩/১৯৯০ শৈবাল–আমাকে প্রথমে নির্বাচনের খবর। আমরা একটাও জিততে পারিনি। জনকও হেরেছে। ভেড়িয়া ৭০০০ ভোটে জিতেছে। আমরা গ্রামে ১২ হাজার ভোট পেয়েছি। বি. জে. পি. ২১