তোমার শরীর ছুঁয়ে তবেই রোগটা বুঝি,
বস্তুত, এই জ্ঞানটা আমার পেশার পুঁজি।
এমনভাবেই রোগ ধরতে শিখেছি তাই,
সুখ খুঁজিনা শরীরে তোমার, অসুখ খুঁজি।
তুমি ভাবছো গুগল দিয়ে সবই জানো
জিভের ডগায় প্রশ্নগুলো শানিয়ে আনো
একদিনের এই হঠাৎ পাওয়া তথ্য দিয়ে
তুচ্ছ করো অভিজ্ঞতা, আমার জ্ঞানও।
স্বীকার করি, অতটা নই জ্ঞানী গুণী
স্পর্শ করি, চোখে দেখি, কানে শুনি,
এমনভাবেই ধরার চেষ্টা তোমার রোগের
পদ্ধতিটা খুব সেকেলে, আমিও জানি।
কিন্তু কি করবো বলো, আমিও নাচার
এমন ভাবেই শিখেছি যে রোগের বিচার
চিকিৎসাটা আজও চলে ছু্ঁয়ে দেখে
এই অ্যাপেতে নেই যে কোনো নতুন ফিচার।
ডাক্তারিটা আজও হয় নি সহজ অত
হলে পরে ডাক্তারেরও ভালোই হতো
চটজলদি তোমার রোগের হদিশ করে
পরিবারের জন্য কিছু সময় দিতো।
আমরা আজও ছুঁয়ে দেখে তবেই বুঝি
জ্ঞানের সাথে বিশ্বাসও এই পেশার পুঁজি
তুমি যখন আমার সামনে অনাবৃত
তখন আমি সুখ খুঁজিনা, অসুখ খুঁজি।