★
চোরপোরেশন নিয়ম কানুন পুড়িয়ে ফেলে
পুকুর বোজাও, গাঁথনি তোলো, পুকুর বোজাও।
চোরপোরেশন নিয়ম কানুন পুড়িয়ে ফেলে
পুকুর বোজাও… রাবিশ দিয়ে, পুকুর বোজাও
সবাই মিলে ভাইপো সমেত, সক্কলে খাও
কয়লা-বালি-চাকরি খাওয়ার চাইতে সোজাও
স্কোয়ার ফিটের সহজ অঙ্ক… পুকুর বোজাও।
ভিত্তিমূলে হঠাৎ কেন কাঁপন শুরু
বাঁচাও আমায়। কোথায় ববি, পরমগুরু?
বাম লিগ্যাসির জন্যেই এই বিপদ… বোঝাও
পুকুর বোজাও, গাঁথনি গাঁথো, পুকুর বোজাও
চোরপোরেশন নিয়ম কানুন পুড়িয়ে ফেলে
পুকুর বোজাও, গাঁথনি গাঁথো, পুকুর বোজাও
পঁচিশ পঁচাত্তরের হিসেব কে দেয় ফাঁকি?
ইলেকটোরাল বণ্ডে হাসিল যেটুক বাকি
পঁচিশ পঁচাত্তরের হিসেব দিইনি ফাঁকি
ইলেকটোরাল বণ্ডে হাসিল যেটুক বাকি!
এমন সময় আওয়াজ তুলে পড়ল ধসে
বে আক্কেলে বিল্ডিংটা। কী আপশোস এ
এমন সময় আওয়াজ তুলে পড়ল ধসে
বে আক্কেলে বিল্ডিংটা। কী আপশোস এ
এক এক জনের জীবন পিছু পাঁচটি লক্ষ
দিচ্ছি। আমরা গছিয়ে দিতে দারুণ দক্ষ
এক এক জনের জীবন পিছু পাঁচটি লক্ষ
আমরা এসব গছিয়ে দিতে দারুণ দক্ষ।
ভোট বাজারের হিসেব আছে মাথায় গোঁজাও
পুকুর বোজাও, গাঁথনি গাঁথো, পুকুর বোজাও।
চোরপোরেশন নিয়ম কানুন পুড়িয়ে ফেলে
পুকুর বোজাও, গাঁথনি গাঁথো, পুকুর বোজাও।
★