Hour 32
9th Dec 2022
Time : 7 PM
অনশনের দেড় দিন প্রায় অতিক্রান্ত। অনশনকারীরা এখনও অবিচল। পেটে ভর করেছে খিদে, মাথা ঘোরাচ্ছে উঠে দাঁড়ালে! ক্ষণে ক্ষণে জিভ যাচ্ছে শুকিয়ে… রক্তে শর্করা নেমেছে সত্তরের ঘরে, শরীরে ক্লান্তি আসছে অল্পেই। তবু চোখে কমেনি এতটুকু দৃঢ়তা, হৃদয় ছুটছে সাহসে ভর করে। তাদের সকলের সাহস আমরা – এই গোটা মেডিক্যাল কলেজ! গোটা ৮৮ কলেজ স্ট্রিট!
না আমারই ভুল – গোটাটা না, সাথে নেই আমাদের “পিতৃমাতৃতুল্য” কিছু শিক্ষক-শিক্ষিকাগণ! তাঁরা সরকারের দালালি করতে করতে অন্ধ হয়ে গেছেন: চোখে আর ঠিক ভুলের ফারাকটাও করতে পারছেন না। যেকোনো মূল্যে তাঁদের চাই এই অনশনের দমন। পূর্বে গায়ে হাত তোলা ও খুনের হুমকি ছাড়া এখন তাঁরা নেমেছেন নোংরা রাজনীতিতে। সপ্তম সেমিস্টার যা হওয়ার কথা ছিল ফেব্রুয়ারি মাসে, এখন আন্দোলন দমন করতে তার তারিখ পড়েছে ৯ জানুয়ারি। সমস্ত গ্রুপের এখনও ক্লাসও শেষ হয়নি, তার মাঝে এই নোটিসে হেরে যাওয়ার মুখে তাঁরা বেপরোয়া। শুধু তাই নয়, CCTV চালিয়ে রাখতে চেয়েছেন তাঁরা অনশন মঞ্চে যেন তাঁরা সবসময় নজর রেখে যেতে পারেন। আমাদের এ সকলের বিরুদ্ধে লড়াই চলছে – কিন্তু পাশে চাই সকলকে।
আমাদের সবার এই পরীক্ষার সময় আমার আর্জি: গোটা মেডিক্যাল এক হয়ে এই লড়াই লড়ুক… ভেঙে যাক এই সংকীর্ণ দালালির রাজনীতি! এখন আর এই লড়াই কারোর একার বা কোনো দলের না, এই লড়াই সবার! এই লড়াই গণতন্ত্রের! এই লড়াই ঐক্যবদ্ধ ছাত্রছাত্রী আন্দোলনের!
কাল তাই মেডিক্যাল ডাক পাঠায় এক সাংস্কৃতিক অনুষ্ঠানের – কাল দুপুর ২ টোয় যেন গোটা মেডিক্যাল এসে ভিড় জমায় এই অনশন মঞ্চের কাছে!
“আয় আরো হাতে হাত রেখে
আয় আরো বেঁধে বেঁধে থাকি !”
#হোক_ইউনিয়ন
#অনশনে_মেডিক্যাল
#মেডিক্যাল_লড়ছে