Hour 7
8th Dec 2022
6 pm
আমাদের ন্যায্য দাবি, আমাদের গণতান্ত্রিক অধিকার ছাত্র সংসদ। সেই সংসদের দাবিতে আমাদের আন্দোলন আজ চতুর্থ দিনে। এর আগেই আমরা দেখেছি বহিরাগত দুষ্কৃতীদের আনাগোনা। আমাদের প্রতিনিধিরা আক্রান্ত হয়েছে কয়েকজন শিক্ষক-রূপী তৃণমূলী গুণ্ডাদের হাতে। ইচ্ছাকৃতভাবে স্বাস্থ্য পরিষেবা বন্ধ করে, মুমূর্ষু রোগীদের প্রবল হয়রানিতে ফেলে চেষ্টা হয়েছে আমাদের আন্দোলনকে কালিমালিপ্ত করার। তাও, আন্দোলন চলছে, তীব্রতর হয়েছে।
আমাদের সহযোদ্ধারা আজ থেকে আমরণ অনশনে বসেছে, যতক্ষণ অবধি না আমাদের দাবি মানা হচ্ছে ততক্ষণ অবধি অনশন চলবে। আমাদের তিন দফা দাবি:
১. পূর্বনির্ধারিত দিনে ছাত্র সংসদ নির্বাচন।
২. ছাত্র নিগ্রহে অভিযুক্ত অধ্যাপকদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা।
৩. কৃত্রিমভাবে রোগী পরিষেবা বন্ধ করে আন্দোলনকে কালিমালিপ্ত করার চেষ্টায় যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত ও উপযুক্ত শাস্তির।
দাবি না মানা অবধি আন্দোলন চলবেই। আমরা জানি, আমাদের অধিকাংশ শিক্ষকরা, আমাদের সহপাঠীরা, চিকিৎসকসমাজ ও বৃহত্তর সমাজ আমাদের সাথে আছে। আমরা তাই তৃণমূলী গুণ্ডামিকে ডরাই না।
কী হলো অনশনের প্রথম ৭ ঘন্টায়!
অনশনকারী প্রত্যেকেই ডাক্তারি পড়ুয়া ,এবং খুব শীঘ্রই তারা তাদের নিজেদের বর্ষের পরীক্ষার সম্মুখীন হতে চলেছে। তাই অনশনের প্রথম লগ্ন থেকেই প্রত্যেকে,আন্দোলনের পাশাপাশি নিজেদের পড়াশোনা চালিয়ে গেছে।
গত পরশু যে সকল “অধ্যাপক”/ “অধ্যাপিকা”-রা, পড়ুয়াদের উপর শারীরিক নিগ্রহ করতে দ্বিতীয়বার ভাবেন নি, যাঁরা গতকাল নিজেদের অফিস ছেড়ে পালিয়ে গিয়েছিলেন, তাঁরাই আজকে এসে বলছেন, তাঁরা আমদের পিতৃতুল্য, আমাদের স্বাস্থ্য নিয়ে তাঁরা চিন্তিত।
তাছাড়াও তাঁরা আজ সর্বসমক্ষে, নিজের মুখে স্বীকার করেছেন, তাঁরা আমাদের শিক্ষক হবার পাশাপাশি, সরকারী চাকুরীজীবী, তো তাই তাঁরা অপারগ।