সিংহাসনে মাথা ঠুকবো না বলে
ছেড়ে গেছি রাজবিলাস।
খুদকুঁড়ো সই-
বকলসে মাথা না গলাই।
‘স্বাধীনতা’।
সে কি শুধু বিদেশী শাসন থেকে মুক্তি?
ক্ষমতার পদতলে বসে
উচ্ছিষ্টের লোভ থেকে মুক্তি নয়?
খাঁচায় ঝোলানো রঙ করা পাখী
কীর্তনের ধুয়ো তোলে-
খাঁচা খোলা পেলে সে কি উড়ে যাবে
দৈনিক ছোলা ফেলে?
‘স্বাধীনতা’–
পিচ্ছিল সমাজে খালি পায়ে,
শক্ত হয়ে, সোজা দাঁড়িয়ে কালোকে কালো, রাত্রিকে রাত্রি বলতে পারার নাম।