পৃথিবীর বিভিন্ন প্রান্তে ল্যাবরেটরিতে অত্যাধুনিক বিভিন্ন যন্ত্রপাতির ওপরে হুমড়ি খেয়ে পরে আছেন একদল বৈজ্ঞানিক-গবেষক যাঁদের কাছে দেওয়ালের ঘড়ি থমকে গেছে, যে বিজ্ঞান-তাপসরা নিরলস নিরন্তর মেতে আছেন করোনার নতুন ওষুধ বা ভ্যাকসিন আবিষ্কারের কাজে এমন ছবিটা আমাদের সকলের কাছে প্রিয়।
যে অপ্রিয় প্রশ্নটা আমরা সযত্নে এড়িয়ে যেতে ভালোবাসি সেটা হল এই যে তাঁদের ওই গবেষণালব্ধ সার্থক ফল আমার কতটা কাজে লাগবে। নতুন ওষুধ বা ভ্যাকসিনের দাম কত হবে? তা কি আমার নাগালের মধ্যে থাকবে?
‘মেধা স্বত্ব আইন’ বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি কনসেপ্টের আড়ালে ঢাকা পড়ে যায় একটা অদ্ভুত ধাতব শব্দ যেটা উচ্চারিত হলে আমরা সাধারণ মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষরা ভয়ে কুঁকড়ে যাই, গুঁড়ো গুঁড়ো হয়ে যাই যার নাম “দাম” বা প্রাইস।
এরই মাঝে একটা পুঁচকি দেশ, নগণ্য দেশ যার নাম কোস্টারিকা, সেই দেশটা একটা সোরগোল ফেলে দিয়েছে। তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে একটা অদ্ভুত সাহসী প্রস্তাব পাঠিয়েছে। করোনা নিয়ে সমস্ত গবেষণায় ওই ইন্টেলেকচুয়াল প্রপার্টি পুল করা হোক। এই দিয়ে আমেরিকার পিটসবার্গের মেডিসিন স্কুলের আবিষ্কারের সমস্ত তথ্য ডাটা শেয়ার করা হবে ফিলিপিন্সের ল্যাবের সাথে, নিউ সাউথ ওয়েলস শেয়ার করবে ভারতের সাথে।
মেধাসত্ব আইনের চালু মডেল অর্থাৎ আবিষ্কার করতে পারলে নগদ আর্থিক লাভ এই মডেলে মোহাচ্ছন্ন মানুষ জনের মনে হতেই পারে যে কোস্টারিকার এই মডেল একটা অবাস্তব অলীক কল্পনা মাত্র। তাদের অবগতির জন্য জানানো যায় যে এর কাছাকাছি মডেল যেটি মেডিসিনস পেটেন্ট পুল বা এম পি পি নামে পরিচিত সেটি কিন্তু ২০১০ সাল থেকে কাজ করে আসছে। একাধিক নাম করা ওষুধ প্রস্তুত কারক সংস্থা যেমন ViiV Healthcare, Gilead Sciences, F. Hoffmann-La Roche, Bristol-Myers Squibb, AbbVie, MSD, এবং NIH এই পুলে যোগ দিয়েছে।
এবার আসা যাক কোস্টারিকার এই প্রস্তাবের সমর্থন নিয়ে। দিনে দিনে এই প্রস্তাবের সপক্ষে রাজনৈতিক ও নৈতিক সমর্থনকারীদের সংখ্যা বাড়ছে। WHO একেবারে গোড়াতেই নির্দ্বিধায় সমর্থন জানিয়েছে।
ইউনাইটেড কিংডম এর সংসদের ১৩০ জন সদস্য চিঠি লিখে সমর্থন জানিয়েছেন। পাঁচশো এর বেশি সিভিল সোসাইটি সংস্থা খোলা চিঠির মাধ্যমে World Intellectual Property Organization-এর ডিরেক্টর জেনারেল ফ্রান্সিস গুরি কে আবেদন করেছেন এই প্রয়াসকে সমর্থন করার জন্য।
এসব দেখে পৃথিবীর তাবৎ দৈত্যাকার অতিকায় বায়ো-ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলি থমকে থেমে গেছে এই প্রস্তাবের সামনে। ঢোঁক গিলে আমতা আমতা করছে, না পারছে ফেলতে না পারছে গিলতে।
কারণ সারা পৃথিবীর নানান ছোট বড় ল্যাবে ওই সাদা ল্যাবকোট পরা গবেষক নামের বিশেষ মানুষগুলো অভূতপূর্ব ভাবে সাড়া দিয়েছেন এই ডাকে। তাঁদের একমাত্র কনসার্ন, চিন্তা যে গবেষণা করার খরচটুকু উঠে গেলেই হল, গবেষণাটা যাতে বন্ধ না হয়। তাঁরা কেউ আপাততঃ মুনাফা নামের ওই অশ্লীল শব্দটাকে ্দেতাঁর অভিধানে ঠাঁই দিতে নারাজ। তাঁরা ওই ইন্টেলেকচুয়াল প্রপার্টি পুলিং এর সফল রূপায়ণের দিকে তাকিয়ে।
বহুদিন আগে, দুশ বছরের সামান্য বেশি আগে একজন দাড়িওয়ালা চিন্তানায়ক জন্মে ছিলেন যাঁর কাছে ওই মুনাফা শব্দটার মতো অশ্লীল শব্দ আর হয় না, যিনি দৃঢ় ভাবে বিশ্বাস করতেন যে মানুষ কেবল নিজের কিছু ক্ষুদ্র লাভের আকাঙ্খায় বাঁচে না। পৃথিবীতে জন্মানো প্রতিটা মানুষ কেবল ইতিহাসের পাতায় একটা সামান্য আঁচড় কেটে যাবার আকাঙ্খায় বাঁচে।
তাঁর সেই কথা আবার নতুন ভাবে সত্যি হয়ে ওঠার কাহিনী আজ জন্ম নিচ্ছে। হাইগেটের সমাধিতে শয়ান সেই বিপ্লবী একবার নড়ে চড়ে উঠলেন তাঁর প্রিয় অমৃতের পুত্রকন্যাদের এই কাজকর্ম দেখে? মুনাফা শব্দটা কি বিদায় নেবে আমাদের এই প্রিয় ধরিত্রীর বুক থেকে? করোনা কোভিড কি কেবল কেড়েই নেবে, ফিরিয়ে দেবে না কিছু ? ৫ই মে ছিল সেই বিপ্লবী কার্ল মার্ক্স এর জন্মদিন।
তথ্যসূত্র:
১) Muhammad Zaheer Abbas. J Law Biosci. 2020 Jan-Dec; 7(1): lsaa049.
২) Narendran Thiruthy, R&D Crisis in Drug Discovery for Neglected Diseases: Scope for an Open Source Approach to Pharmaceutical Research, 11( J. Intell. Prop. L 607 (2016).
৩) James Cole, UK parliamentarians call for COVID-19 vaccine and other health technologies to be open to all, STOPAIDS, Apr. 12, 2020,
৪) PIJIP, 500+ Civil Society Groups and Individuals Endorse Letter TO WIPO: IP Should Not Hinder Efforts To Fight COVID-19 & Its Consequences, INFOJUSTICE, Apr. 5, 2020
৫) The Lancet, COVID-19: Too Little, Too Late?, 395 (10226) Lancet, 755 (2020).