রেনিটিডিনের পর মেটফরমিন। মার্কিন যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বা এফডিএ বাজারের মেটফরমিনের ব্র্যান্ডগুলোর স্যাম্পল টেস্টিং শুরু করেছে। মেটফরমিনে নাকি N-Nitrosodimethylamine (NDMA) নামক কারসিনোজেন অশুদ্ধতা হিসেবে পাওয়া যাচ্ছে।
টাইপ টু ডায়াবেটিসের প্রথম পছন্দের ওষুধ মেটফরমিন। সবচেয়ে কম দামেরও বটে। দেশের ডায়াবেটিস রোগীদের মধ্যে 90–95 শতাংশ টাইপ টু ডায়াবেটিস। মেটফরমিন নিষিদ্ধ হলে এরা অন্য দামি ওষুধ খেতে বাধ্য হবেন।
মনে করে দেখুন কিছুদিন আগে এমনটাই ঘটেছে আলসারের ওষুধ রেনিটিডিনের সঙ্গে। তাতেও নাকি N-Nitrosodimethylamine (NDMA) কারসিনোজেন পাওয়া গেছে। মানুষ এখন রেনিটিডিন ছেড়ে আলসারের অন্য দামি ওষুধ খাচ্ছেন।
প্রশ্ন উঠছে এসব ওষুধ ব্যবসায়ীদের চক্রান্ত নয়তো?