Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ঈশ্বর- আমার একাকী ঈশ্বর ৬

Screenshot_2023-04-29-09-55-20-81_680d03679600f7af0b4c700c6b270fe7
Dr. Dipankar Ghosh

Dr. Dipankar Ghosh

General Physician
My Other Posts
  • April 29, 2023
  • 11:08 am
  • No Comments

আমার ঈশ্বর এক অদ্ভুতকর্মা মানুষ। যাকে, যার ব‍্যক্তিত্বটিকে না চিনলে তার কর্মপদ্ধতি বোঝা যাবে না। সুতরাং কর্মজীবনে প্রবেশ করার আগে সেই মানুষটিকে চেনানোর চেষ্টা করি।

ঈশ্বর চাকরি করেছে, চাকরি ছেড়েছে। না না, আর্থিক কারণে নয়- মতাদর্শগত কারণে ব‍্যক্তিস্বাতন্ত্র‍্য বজায় রাখতে, অথবা পিত্রাদেশ মান‍্য করতে। হ‍্যাঁ, তুলনা অবশ্যই আসবে, সাধারণের সঙ্গে, তবে সেটা এই পর্বের শেষভাগে।
প্রথমে আসামের আদালতে ন‍্যায়াধীশের চাকুরী ত‍্যাগ করে পিতৃ ইচ্ছা পালনে। এটা পারিবারিক ব‍্যাপার, বিশেষ উল্লেখ্য নয়। এবার আসা যাক ঈশ্বরের পোশাক আষাকের বিষয়ে। ব‌ই পুস্তক থেকে ঈশ্বর উপার্জন কম করেনি, যদিও বহু অর্থ ব‍্যয় হয়েছে বিধবাবিবাহে, তবুও নিজের পোশাক চিরকাল ছিলো খেঁটো ধুতি, একটি উড়নি এবং শুঁড়তোলা তালতলার চটি। এটা কি ঈশ্বরের মিতব‍্যয়িতা? কৃপণতা? নাকি এর পেছনেও রয়েছে ঐ একগুঁয়ে বালকোচিত জেদ?

একদা ঈশ্বর কর্মাবসানে গৃহ প্রত‍্যাবর্তন কালে পথিমধ্যে এক বড়োমানুষের দেখা পায়। রীতিমতো চোগা, চাপকান পরিহিত ভদ্রমানুষ। গৃহ থেকে ভৃত্য ঊর্দ্ধশ্বাসে এসে ওনাকে বার্তা দেয় “বাবুমশয়, শীঘ্র বাটিতে ফিরুন। বাটিতে আগুন লেগেছেন।”

ক্রুদ্ধ বড়োমানুষ বলেন “আরে আমি কি এই উত্তম পোষাকে পথে দৌড়াবো? আগুনে যা ধ্বংস হয় হৌক। আমি আমার আপন গতিতেই চলবো”

বিষ্মিত ঈশ্বর স্থির করে যে পোষাক মানুষের স্বাভাবিক পরিচয় ভুলিয়ে দেয়, সেই পোষাক আমি অঙ্গে তুলবো না।(করুণাসাগর বিদ‍্যাসাগর ইন্দ্রমিত্র)

অবশ্য ছোটোলাট হেলিডে সাহেবের সনির্বন্ধ অনুরোধে (১৮৫৭সনে) একবার চোগা ইত্যাদি অঙ্গে তুলেছিলো, কিন্তু সেই শেষ। ঈশ্বর হেলিডে সাহেবকে (নারীশিক্ষার বিস্তারের আগ্রহী) বলে “এই আপনার সঙ্গে শেষ দেখা”

বিষ্মিত হেলিডে কারণ জানতে চাইলে; ঈশ্বর বলে “না সাহেব, এই পোষাক আমার সহ‍্য হবে না। এ আমি আর পরিধান করতে পারবো না।”

ছোটোলাট অনন্তর উপরোধ করেন নি।

একবার লাটসাহেবের নিকট বিশেষ কোনও সরকারি কার্যোপলক্ষ‍্যে ঈশ্বর যেতে বাধ্য হয়েছিলো। প্রতীক্ষালয়ে রায়বাহাদুর, রাজা জমিন্দার এবং রায়বাহাদুর প্রার্থী সুসজ্জিত বড়োমানুষের ভীড়। সেখানে ঈশ্বর একেবারেই হংস মধ‍্যে বকো যথা। দ্বাররক্ষক যথারীতি হাঁটু পর্যন্ত ধূলিমলিন ধুতি পরা, ধূলিধূসরিত বেঁটে ব্রাহ্মণকে একপাশে বসিয়ে ঈশ্বরের হস্তলিখিত পরিচয়পত্র নিয়ে লাটসাহেবের কাছে পেশ করলো। এবং কিমাশ্চর্যম সকলের পূর্বে এই টেকো, তোতলা ব্রাহ্মণের আহ্বান এলো। বিষ্ময়তাড়িত ঈশ্বর লাটসাহেবকে প্রশ্ন করলে “বাহিরে এতো জন সাক্ষাৎপ্রার্থীর পূর্বে আমার কেন ডাক এলো?”

লাটসাহেব মৃদু হাস‍্যে কহিলেন “উহারা সকলেই উমেদারি নিমিত্তে আসিয়াছে। উহাদের প্রত‍্যেকের কিছু ব‍্যক্তিগত যাচ্ঞা আছে। এবং প্রত‍্যেকেই ঐ কর্মসাধন হেতু প্রত‍্যহ আমার নিকট নিয়মিত হত‍্যে দিয়া থাকিবে। কিন্তু এই মানুষটি নিজ স্বার্থে আসে নাই। শুধু তাই নহে, আজ প্রত‍্যাখ‍্যাত হৈলে আর দ্বিতীয় দিবসে এস্থলে পদার্পণ করিবে না। তখন হয়তো আমাকেই উহার সমাগমে সাক্ষাতপ্রার্থী হ‌ইতে হ‌ইবে। তাই ঈশ্বরচন্দ্রের ডাক সর্বাগ্রে”

এই প্রসঙ্গে উল্লেখ্য যে সাহেবরা বড়ই জাত‍্যাভিমানে ভোগে। নিজেদের পোষাক, নিজেদের সংস্কৃতি অন্য দেশে বপন করতে সদা উদগ্রীব। সেক্ষেত্রে এই রকমভাবে জাত‍্যাভিমানী একজন মানুষকে সম্মান করতেও তাদের‌ বাধে না। (এক্ষণে রবীন্দ্রনাথের একটা উক্তি প্রণিধানযোগ্য; ব্রাহ্মণপন্ডিত যে চটি জুতা ও মোটা ধুতিচাদর পরিয়া সম্মানলাভ করেন, বিদ‍্যাসাগর রাজদ্বারেও তাহা ত‍্যাগ করিবার আবশ‍্যকতা বোধ করেন নাই। তাঁহার নিজের সমাজে যখন ইহাই ভদ্রবেশ, তখন তিনি অন‍্য বেশ পরিয়া আপন সমাজ এবং সেই সঙ্গে আপনার (নিজের) অবমাননা করিতে চাহেন নাই। সাদা ধুতি ও সাদা চাদরকে ঈশ্বরচন্দ্র যে-গৌরব অর্পণ করিয়াছিলেন, আমাদের বর্তমান রাজাদের ছদ্মবেশে আমরা আপনাদিগকে সে-গৌরব দিতে পারি না; বরঞ্চ এই কৃষ্ণচর্মের ওপর দ্বিগুণতর কলঙ্ক লেপন করি। এই আমাদের অবমানিত দেশে ঈশ্বরচন্দ্রের মতো এমন অখন্ড পৌরুষের আদর্শ কেমন করিয়া জন্মগ্রহণ করিল, আমরা বলিতে পারি না।)

নেটিভ কালা আদমিকে অসম্মান করার জন্য হিন্দু কলেজের অধ‍্যক্ষ এক লালমুখো কারসাহেব কলেজের ঈশ্বরের অভ‍্যর্থনায় টেবিলে জুতা সমেত পদযুগল তুলে রেখেছিলেন। অবশ্যই আমাদের বেঁটে বামুন সেই অপমান ভোলে নাই। তখন ঈশ্বর সংস্কৃত কলেজের অধ‍্যক্ষ। কারসাহেব বিশেষ কিছু কাজে ঈশ্বরসমাগমে আসেন। ঈশ্বর তার যথোপযুক্ত অভ‍্যর্থনা করেছিলো। সাহেবের আগমন বার্তা পেয়ে ধূলিমলিন শুঁড়তোলা তালতলার পাদুকা সহ নিজের পদযুগল টেবিলে তুলে দিয়েছিলেন। কারসাহেব সে অপমান সহ‍্য করেন নি। তিনি মেয়ট সাহেবের কাছে অভিযোগ করেন। প্রত‍্যুত্তরে মেয়ট সাহেবকে বলেন আমাদের ঈশ্বর, “আমি ভেবেছিলাম, আমরা অসভ্য, সাহেবেরা সভ্য, সাহেবদের কাছেই আমাদের সভ্যতা শেখা উচিত। কার সাহেবের কক্ষেও আমি গিয়েছিলাম, তিনি আমাকে যেভাবে অভ্যর্থনা জানিয়েছিলেন, আমি ভেবেছিলাম সেইটাই অভ্যর্থনা জানানোর রীতি, কাজেই তিনি যখন আমার কক্ষে এলেন, ঠিক একই রকমভাবে আমি তাকে অভ্যর্থনা জানিয়েছি। এ জন্য যদি আমার কোন অপরাধ হয় সেজন্য কার সাহেবই দায়ী।”

মেয়ট সাহেব সকৌতুক আস‍্যে অসীম সত‍্যবাদী ঈশ্বরকে অভিযোগ মুক্ত করেন‌।

যে বালক শুধুমাত্র অন‍্যের হুকুম না মানা মনোভাবে স্নান করতে অথবা না করতে বেধড়ক ঠ‍্যাঙ্গানি খেয়েও মচকায় নি, নিতান্ত স্নেহশীলা রাইমণি বুকে আগলে না রাখলে কী যে হতো ভাবতেই হস্তপদ শীতল হয়ে যায়-তার এই ব‍্যবহার‌ই বুঝি শোভা পায়।

এস্থলে আমাদের অন‍্যান‍্য বহু মনীষী আছেন, যাঁরা বিজাতীয় ভাষায়, দেশে ও বিদেশে,বিজাতীয় পোষাকে বক্তৃতা করে বিখ্যাত হয়েছেন। তাঁদের কথা লিখে এই লেখাকে ভারবিড়ম্বিত করবো না। শুধু বিষমৃত এই ঈশ্বরের সঙ্গে বন্দে মাতরম গানটির স্রষ্টার একটা ছোট্ট তুলনা টানবো।

ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৭৫৭ সালে বাংলার শাসন ক্ষমতা লাভ করে। কিন্তু সে ছিলো দায়িত্বহীন ক্ষমতা। ১৭৬৫ সনের ১২ই অগাস্ট দিল্লির সম্রাট শাহ আলমের কাছ থেকে বাংলার রাজস্ব আদায়ের অধিকার লাভ করে। বেনিয়ারা বলপূর্বক সমস্ত খাদ‍্যশস‍্য মজুদ করে’ রাখে (বর্তমান কৃষিবিলের সমতুল্য), যাতে ভবিষ্যতে অধিক মূল‍্যে বিক্রয় করা যায় (লেখক ইংরাজ লেখক ইয়াং হাসবেন্ড)। কিন্তু মানুষের কাছে তৎপরিমাণ ক্রয়যোগ‍্য অর্থ ছিলো না। ফলাফল বাংলা ১১৭৬ (১৭৭০ খৃষ্টাব্দ) সনের ভয়াবহ মন্বন্তর। প্রায় দেড় কোটি মানুষ অনাহারে মারা যায়। এর আরম্ভ হয় ১৭৭৬ সনের শীতকালে। এই অভূতপূর্ব মন্বন্তরকালে নরমাংস ভোজনের তথ‍্য‌ও লিপিবদ্ধ আছে। তথাপি ঐ বৎসর ওয়ারেন হেস্টিংস ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির মালিকদিগকে (ডিরেক্টর) ওয়ারেন হান্টার এক প্রতিবেদনে বলেন “এক তৃতীয়াংশ মানুষের মৃত্যুর পরেও ইস্ট ইন্ডিয়া কোম্পানির লভ্যাংশ বেড়েছে।” সুতরাং অত‍্যাচারের মাত্রা অনুমেয়।
তৈরি হয় গণ অভ‍্যুত্থানের পরিস্থিতি (উত্তর বঙ্গের ফকির ও সন্ন‍্যাসী বিদ্রোহ উল্লেখ্য)। এই সময়ে ১৮৮০-৮১ সনে ভাবুক ম‍্যাজিস্ট্রেট বঙ্কিমচন্দ্র লেখেন “আনন্দমঠ”। মুসলমানদের বিরুদ্ধে গণবিপ্লবের জ্বলন্ত চিত্র হিসেবে।
অথচ সেই সময়ে অনাহারে মৃত দেড় কোটির মধ্যে মুসলমান বড়ো কম ছিলো না। এবং অত‍্যাচারী মুসলমান শাসকদের পতনে দরিদ্র মুসলমান দরিদ্রতর হয়। উত্তরবঙ্গের ফকির আর সন্ন্যাসী বিদ্রোহ ছিলো ঘোরতর অসঙ্ঘবদ্ধ। এবং তারা কখনোই শৈব ছিলো না। এরা ছিলো বাউল ফকির সন্ন্যাসী। চাকুরী বড়ো বালাই। বঙ্কিমচন্দ্র ওদের শৈব বানালেন। এমনকি বৈষ্ণবদের দেখি প্রতিশোধস্পৃহায় তরবারিতে শান দিতে। শুধু মন্বন্তরের বর্ণনা মোটামুটি বাস্তব। কারণটি নয়। অবশ্য বঙ্কিমচন্দ্র স্বয়ং সাফাই গেয়েছেন এটা ঐতিহাসিক উপন‍্যাস নয়, আমার মতে বিষবৃক্ষ রোপণ।

বিভিন্ন লেখায় দেখা যায় চিরকাল‌ই বঙ্কিমচন্দ্র ছিলেন ব্রিটিশ পূজারী। সুতরাং তাঁর লেখা বন্দেমাতরম জাতীয় সঙ্গীত হলো। আর শিরদাঁড়া সোজা রাখা বিটলে বামুন বিস্মৃতির অতলে তলিয়ে গেলো।

আমাদের দরিদ্র তোৎলা ব্রাহ্মণ কখনোই ব্রিটিশ তোষণ করে নি। হ‍্যাঁ সত্য যে সক্রিয় হয়ে পিস্তল নিয়েও নামে নি।কখনও বা ঈশ্বর ছিলো নিখুঁত বাঙালি, কখনও ছিলো অনেক বেশী ইংরাজ (কর্মজীবনে পাওয়া যাবে)। তবে ঈশ্বরের কর্মপরিধি ছিলো বাঙালির মননের উন্মেষ, পাশ্চাত্যের সকল আধুনিকতার ছোঁয়া পিছিয়ে পড়া বাঙালির হৃদয়ে গেঁথে দিতে চেয়ছিলো। ইংরাজিতে গণিত, বিজ্ঞান, নারীশিক্ষা, বাংলা ভাষার বাস্তবে উত্তরণ, বিধবাবিবাহ, নারী স্বাবলম্বী হ‌ওয়ার বীজতলা ঈশ্বরের করা। হয়তো বা সেই কারণেই আজ বিদেশপ্রীতি, ধর্মান্ধতা, অবৈজ্ঞানিক চিন্তা ভাবনা, ভক্তিবাদ আর মৌলবাদের যুগে ঈশ্বরের প্রয়োজন এত অধিক।

ইচ্ছে আছে পরবর্তী দুটি পর্বে ঈশ্বরের কর্মজীবন ও বঙ্গসমাজ নিয়ে লেখার।

ইতি ষষ্ঠস‍্য সর্গস‍্য সমাপ্তিমিদম্।

PrevPreviousস্টেথোস্কোপঃ ১১০ ।।আমার চেম্বারে জলদি সিসিটিভি ক্যামেরা লাগানো দরকার।।
Nextহিস্টেরিয়ার চিকিৎসা!!Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

“মাথা উঁচু রাখাই নিয়ম।”

September 22, 2023 2 Comments

(বীরেন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে এই প্রবন্ধটি ভিন্ন শিরোনামে প্রকাশিত হয়েছিল অনলাইন আবহমান ওয়েবজিনে আগস্ট ২০১৯, সংখ্যায়।) চার দশক পার হয়ে গেছে। সেদিন কলকাতার বাতাসে “মুক্ত হবে

ভুল গল্প। সত্যি গল্প

September 22, 2023 No Comments

মেয়ে টা দাড়িয়ে ছিল নির্বাক। বেডে শুয়ে সদ্য খিঁচুনী হওয়া বর। নিস্তেজ। টেবিলের উপর পেপার ওয়েটের নীচে দুজনার রিপোর্ট। দুজনারই এইচ আই ভি পজিটিভ। স্বামীর

কারণ সুধা – হেপাটিক এনসেফালোপ্যাথি

September 22, 2023 No Comments

সেবার শীতে এক অদ্ভুত ঘটনা ঘটলো। ডেবরা হাসপাতালে জয়েন করার পরে কাছের এক সম্ভ্রান্ত বাড়ির ছেলে এসে আবদার করলেন উনার বাবাকে একবার দেখে দিতে হবে।

রিটায়ার্ড

September 21, 2023 No Comments

সব কোলাহল থেমে গেল। যাকে বলে পিন পতন স্তব্ধতা! নিউটাউনের ফ্ল্যাটে এসে দেখি ওরা নেই। সিকিউরিটিকে জিজ্ঞেস করতে বলল, – “দাদা, ইলাহি কারবার। কমিউনিটি হলে আছে

খুপরির গল্প ১৪: অভিনয়

September 21, 2023 1 Comment

রোজ কত কিছু ঘটে যায়, লেখা হয় না। আসলে লেখার ইচ্ছেও হয় না। খুপরি জীবন ভয়ানক একঘেয়ে হয়ে উঠেছে। বিচিত্র কত অসুখ, মানুষের কত অসহায়তা,

সাম্প্রতিক পোস্ট

“মাথা উঁচু রাখাই নিয়ম।”

Dr. Jayanta Bhattacharya September 22, 2023

ভুল গল্প। সত্যি গল্প

Dr. Soumendu Nag September 22, 2023

কারণ সুধা – হেপাটিক এনসেফালোপ্যাথি

Dr. Subhendu Bag September 22, 2023

রিটায়ার্ড

Dr. Arunachal Datta Choudhury September 21, 2023

খুপরির গল্প ১৪: অভিনয়

Dr. Aindril Bhowmik September 21, 2023

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

451438
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]