2017 র মার্চে নতুন ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট অ্যাক্ট-এর বিরোধিতা করে গড়ে ওঠে নতুন সংগঠন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম। নতুন আর পুরনো সংগঠনগুলো মিলে একসঙ্গে পথ চলা শুরু করে। ডব্লিউ বি ডি এফ, ডক্টরস ফর পেশেন্টস বা ডোপা, অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস বা এ এইচ এস ডি, ডক্টরস ফর ডেমোক্রেসি, শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগ, মেডিকেল সার্ভিস সেন্টার বা এম এস সি আর সার্ভিস ডক্টরস ফোরাম বা এস ডি এফ।
শেষোক্ত দুটি সংগঠন যুক্ত মঞ্চ থেকে বিদায় নেয় ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল নির্বাচনের আগে। যুক্ত মঞ্চে যোগ দেয় সরকারি ডাক্তারদের সবচেয়ে পুরনো সংগঠন হেলথ সার্ভিস অ্যাসোসিয়েশন বা এইচ এস এ।
ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল নির্বাচনে লড়াই করে ডাবলু বি ডি এফ, এ এইচ এস ডি, এইচ এস এ, ডক্টর ফর ডেমোক্রেসি এবং শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগ-এর জয়েন্ট প্লাটফর্ম। কেরালার বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। স্বাস্থ্যের অধিকারের দাবিতে লোকসভা নির্বাচনের আগে দাবি সনদ পেশ করেছে। আয়ুষ্মান ভারত এবং ন্যাশনাল মেডিকেল কমিশন এর বিরুদ্ধে লড়াই জয়েন্ট প্লাটফর্মের।