প্রেস রিলিজ: ২১-১২-২২
মেডিক্যাল এডুকেশন সার্ভিসে অনৈতিক, অগণতান্ত্রিক, প্রতিহিংসামূলক বদলি এবং মেডিক্যাল কলেজগুলোতে দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের পক্ষে একটি বিরাট টিম, আজকে (২১.১২.২২) স্বাস্থ্য সচিব এবং ডিএমইকে ডেপুটেশন দেয়।
আলোচনায় মেডিক্যাল কলেজে আন্দোলনরত ছাত্র ছাত্রীদের সঙ্গে দ্রুত আলোচণায় বসবেন এবং সমস্ত মেডিক্যাল কলেজে ছাত্র সংসদ নির্বাচন সংগঠিত করার জন্যে স্বাস্থ্য দপ্তর বিশেষ উদ্যোগ নেবে বলে ডিএমই প্রতিশ্রতি দিয়েছেন।
অনৈতিক, প্রতিহিংসামূলক বদলি এবং বদলির আদেশনামা পৌঁছানোর আগেই বাড়ি থেকে ডেকে রিলিজ অর্ডার ধরিয়ে দেওয়ার মতো অন্যায়ের বিরুদ্ধে জয়েন্ট প্ল্যাটফর্ম তীব্র ক্ষোভ প্রকাশ করে এবং প্রতিবাদ জানায়। কার্যত বদলির আদেশনামা পৌঁছানোর আগেই, বাড়ি থেকে, ছুটি থেকে ডেকে নিয়ে এসে শিক্ষক-চিকিৎসকদের অত্যন্ত অপমানজনক ভাবে রিলিজ করার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়। আধিকারিকরা স্বীকার করেন বিষয়টি ঠিক হয়নি।
আলোচনায় ডাঃ সরস্বতী দত্ত বোধক এবং ডাঃ তুলিকা ঝার বদলির অর্ডার বাতিল করে, দু এক দিনের মধ্যে নতুন আদেশনামা বের করবেন বলে ডিএমই জানিয়েছেন। অন্য চিকিৎসকদের অনুরোধ করেছেন যেহেতু তাঁরা রিলিজ হয়ে গেছেন, তাই নতুন জায়গায় জয়েন করে যেতে এবং প্রতিশ্রুতি দিয়েছেন দ্রুত তাঁদের ফিরিয়ে আনার উদ্যোগ নেবেন।
নজিরবিহীন ভাবে আজকে জয়েন্ট প্ল্যাটফর্মের চিকিৎসকদের ডেপুটেশন টিমকে স্বাস্থ্য ভবনের গেট বন্ধ করে, পুলিশ দিয়ে আটকানোর চেষ্টা করা হয়। যদিও তীব্র প্রতিবাদে পুলিশ বাধ্য হয় গেট খুলে দিতে। পুলিশ প্রশাসনের এই স্বৈরাচারী আচরণকে আমরা ধিক্কার জানাই।
ডাঃ পুণ্যব্রত গুণ
ডাঃ হীরালাল কোঙার
যুগ্ম আহ্বায়ক,
জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস, পশ্চিমবঙ্গ