তোমাকে নিয়েই কত না স্বপ্ন দেখেছি সবাই মিলে
কত আশা নিয়ে, বন্দনা মা গো ডাক্তার হয়েছিলে।
বড় বড় কথা। তুমি ডাক্তার। দিন নেই রাত নেই…
রোগী ডাকলেই সাড়া দিতে হবে। তুমি এই জন্যেই।
আর্তের সেবা, রাষ্ট্রের কাজ, মিলেমিশে একাকার।
আহত মানেই চিকিৎসা পাবে। এটা তার অধিকার।
হিপোক্রেটিক ওথ শিখিয়েছি অক্ষরে অক্ষরে।
দায়িত্ববোধ… চিকিৎসকেরা কী ভাবে রক্ষা করে।
শেখাইনি সেই দায়িত্ব সেরে, নিজেকে রক্ষাটাও
বড়ই জরুরি। রাষ্ট্র?… বলেছে, প্রাণ দিতে চাও? দাও।
খুনের নেশায় মত্ত যে রোগী, তার দায় কে বা নেবে?
পুলিশ পালালো। তুমি পালাওনি, তবু ওরই কথা ভেবে।
মেয়ে নিভে গেলি মাত্র তেইশে। মৃত স্বপ্নের শেষে…
মনে হয় কেন আনলাম তোকে… এই ইতরের দেশে।