নীচের “লোগো”টি একটু দয়া করে দেখবেন। এই নতুন লোগোটি “NATIONAL MEDICAL COUNCIL”, “BHARAT”-এর। এটি চিকিৎসকদের সর্বোচ্চ নীতি নির্ধারক সংস্থা। এর মাঝখানে যে মূর্তির ছবি, তা আসলে “সনাতন ধর্ম”-এর কাল্পনিক দেবতার ছবি, (? অশ্বিনীকুমার)।
প্রশ্ন হলো, আমরা চিকিৎসকেরা কোনোদিন, কোনো রোগীর ধর্মের কারণে তার চিকিৎসা আলাদা আলাদা গুরুত্ব দিয়ে করি না, করা উচিৎ-ও নয়।
আবার চিকিৎসকদের মধ্যেও বিভিন্ন ধর্মে বিশ্বাসী মানুষ থাকেন, এমনকি যাঁরা কোনো “ধর্মে” বিশ্বাস করেন না, তাঁরাও!
সেক্ষেত্রে আমাদের সর্বোচ্চ নীতি নির্ধারক সংস্থার লোগোতে এরকম নির্দিষ্ট “ধর্মীয়” ছোঁয়া কেন??
(প্রসঙ্গত: সংস্থাটি আগে চিকিৎসকদের দ্বারা নির্বাচিত ও স্বশাসিত হলেও এখন কেন্দ্রীয় সরকারের মনোনীত ব্যক্তিদের দ্বারা চালিত, এমনকি সম্ভবত: এদের বেশিরভাগটাই চিকিৎসকও নন।)
এই হচ্ছে অবস্থা। এই “লোগো”র বিরোধিতা হওয়া উচিৎ সাংগঠনিকভাবে বা ব্যক্তি চিকিৎসকদের পক্ষ থেকে, এবং সমস্ত সাধারণ মানুষের পক্ষ থেকে।
এই “লোগো” বাতিল বা পরিবর্তন করতে হবে, “ধর্মীয়” চিহ্নবিহীন ভাবে, নতুন কিছু আনতে হবে।
(এখানে “ধর্ম” বলতে আমি ইংরেজী “RELIGION” বোঝাতে চেয়েছি, অন্য কিছু নয়!)