একাই যখন বলবে কথা
কীসের দৃশ্যায়ন!
বন্ধ ঘরে একক নাটক
করবে মঞ্চায়ন?
শূন্য সভা, স্তব্ধ হল, ফাঁকা কাউন্টার
হতেই পার স্পটলাইট ও স্বয়ং মেগাস্টার!
একাই যখন বইবে দুঃখ
কীসের অবস্থান!
দুঃস্বপ্নের প্রান্তসীমায়
কিনলে বাসস্থান?
গরম বালি, ঠান্ডা পাথর, মাঝ সাগরের জল
হতেই পারে তোমার প্রিয় স্ট্যাটাস সিম্বল!
একাই যদি বাঁধবে ঘর
কীসের সুপ্রবেশ!
নিঃসীমানার নেই ঠিকানায়
নীরব নিরুদ্দেশ?
বুকের মধ্যে নো-ম্যানস্-ল্যাণ্ড, ঠিকানাহীন বাসা
হতেই পারে যত্নে রাখা গ্লোবট্রটারের ভিসা!
একাই যদি বাসবে ভালো
কীসের আলিঙ্গন!
আয়না দেখে, “আয় না” বলা
স্বেচ্ছাতে সঙ্গম?
একতারাতে একলা রাতে একমুখী এক গান
হতেই পারে স্বমেহন-ই তোমার নকটার্ন!
নিজেই নিজের আঁকবে ছবি
কীসের বিনির্মাণ!
মুখ ঢেকে যায় নার্সিসাসে
আত্মরতির স্নান?
প্যালেট জুড়ে বিন্দু-বিন্দু দুঃখ এবং ত্যাগ
হতেই পারে সেটাই ঝোলায় “নট ফর সেল” ট্যাগ!
১৩ নভেম্বর ২০২২
বিশেষভাবে উল্লেখ্য: ভিনসেন্ট ভ্যান হহ্ (Vincent Van Gogh)- এর এই আত্ম-প্রতিকৃতির অন্তর্নিহিত অর্থের ভিত্তিতে আমি এই অকবিতাটা লিখিনি। লেখার সময় এই ছবিটা আমার মধ্যে একটা আপাতসম্পর্করহিত ভাবনার উদ্রেক করেছে মাত্র।