১৯৯৯-এর নভেম্বরে শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগের ডাক্তাররা সারা ভারত কিসান মজদুর সংঘের সহযোগিতায় শুরু করেছিলেন এক মাসিক চিকিৎসা শিবির, যা মাসের প্রথম রবিবার করে চলে। কলকাতা থেকে চিকিৎসকরা আসেন, মেডিকেল ছাত্রছাত্রীরা আসেন বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও দুর্গাপুরের আইকিউ সিটি মেডিকেল কলেজ থেকে। স্বাস্থ্যকর্মীরা স্থানীয়।
ডাক্তার দেখানো ছাড়াও কম খরচে পরীক্ষানিরীক্ষা এবং ওষুধের ব্যবস্থা থাকে।
সবার জন্য স্বাস্থ্য প্রচার আন্দোলন চালানোর এক কেন্দ্রও বটে।
এই নভেম্বরে কেন্দ্রের কুড়ি বছর পালিত হল স্বাস্থ্যের অধিকার বিষয়ক এক আলোচনা সভার মধ্য দিয়ে।