সুধী নাগরিক,
আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন যে মেডিক্যাল কলেজ কলকাতায় স্বচ্ছ ও নিরপেক্ষ ইউনিয়নের দাবীতে ছাত্রছাত্রীরা অনির্দিষ্টকালীন অনশনে বসেছিল, তার আজ এক সপ্তাহ অতিক্রান্ত। নির্বাচনের তারিখ ২২শে ডিসেম্বর ঘোষণা করে দেওয়ার পরও কেন তা অনৈতিক ও অগণতান্ত্রিক ভাবে বাতিল করে দেওয়া হল, তার উত্তর খুঁজছে মেডিক্যাল কলেজের অনশনরত ছাত্ররা। যে আন্দোলন একসময় শুরু হয়েছিল একটি কলেজের গণতন্ত্র রক্ষার দাবীতে, সেই আন্দোলন, সেই ভুখা পেটের লড়াই আজ অগ্নিস্ফুলিঙ্গের মত ছড়িয়ে পড়েছে পশ্চিমবঙ্গের প্রতিটি কলেজে কলেজে, সমাজের প্রতিটি স্তরে স্তরে। তবুও কর্তৃপক্ষ চুপ, নীরব দর্শক। কিন্তু আমরা জানি এই লড়াইয়ে আমরা সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, গণতন্ত্রের পক্ষে। আমরা, মেডিক্যাল কলেজ কলকাতার আন্দোলনরত পড়ুয়ারা পশ্চিমবঙ্গের সকল শুভবুদ্ধিসম্পন্ন ও গণতন্ত্রপ্রিয় মানুষের কাছে আবেদন জানাচ্ছি যে আপনারা এই আন্দোলনের পাশে এসে দাঁড়ান।
আগামী শনিবার ১৭/১২/২০২২ বেলা ৩টের সময় অ্যাড ব্লকে অনশন মঞ্চের সামনে আমরা ছাত্রছাত্রী-নাগরিক গণকনভেনশনের ডাক দিয়েছি।আমরা বিশ্বাস করি এই গণকনভেনশনে উপস্থিত হয়ে, সংহতির বার্তা দিয়ে আপনারা আমাদের পাশে এসে দাঁড়াবেন এবং গণতন্ত্রের এই লড়াইকে আরও প্রশস্ত করবেন। আপনাদের উপস্থিতি আমাদের লড়াইকে আরও জোরদার করুক।
সংগ্রামী অভিনন্দন সহ, মেডিক্যাল কলেজের আন্দোলনরত ছাত্র-ছাত্রীবৃন্দ।
#অনশনে_মেডিক্যাল
#মেডিক্যাল_লড়ছে
#হোক_ইউনিয়ন
#long_live_mck