মেডিক্যাল কলেজ কলকাতায় গত পাঁচ দিন ধরে ইউনিয়ন ইলেকশনের দাবিতে যে আন্দোলন চলছে, তা শুধুমাত্র মেডিক্যাল কলেজের বা ছাত্রসংসদের দাবিতে আর আটকে নেই। এখন তা পশ্চিমবঙ্গের স্বাস্থ্যব্যবস্থার বেহাল দশা তথা স্বাস্থ্যদপ্তরের অপদার্থতার বিরুদ্ধেও এক মরণপণ প্রতিবাদের মুখ হয়ে দাঁড়িয়েছে।
গত দুদিন ধরে অনশনে বসেছেন আন্দোলনকারী পড়ুয়ারা। এই অনশন মঞ্চের থেকেই আগামী সোমবার (১২ ডিসেম্বর) একটি ডাক্তারদের কনভেনশনের ডাক দেওয়া হয়েছে। আপনিও আসুন এই কনভেনশনে, রাজ্যে চলমান স্বাস্থ্য-স্বৈরাচারের বিরুদ্ধে নিজের বক্তব্য রাখুন।
দেখা হোক মেডিক্যাল কলেজের অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকে অনশন মঞ্চের সামনে, সোমবার, দুপুর তিনটেয়…