সুড়ঙ্গ কাটার মেশিনের সামনে
কোটি কোটি শক্ত শক্ত পাথর ছিল
কোটি কোটি টাকার বিশ্বকাপের পাথর
চাকরি কয়লা গোরু বালি চুরির…
সেও কোটি কোটি টাকার পাথর
চোরেদের বাঁচানোর জন্য কোটি কোটি টাকার
আদালত হাসপাতাল ইত্যাদি প্রভৃতির পাথর।
কনভেনশন সেন্টার আর নেতাজি ইনডোরে হট্টমেলার পাথর
এই সব পাথর ভেঙে
মিডিয়া কিছুতেই সুড়ঙ্গ পেরোতে পারছিল না
পেরোনো ভারি কঠিন
অ্যাদ্দিনে মাত্র দুপয়সার ফালতু মানুষ জন আমরা
আমাদের খবর সেই সব পাথরগুলো পেরোচ্ছে একে একে…
এই তো মাত্র গতকালই আনন্দিত হেড লাইনে
ভেসে উঠেছে আমাদের মুখ।
সুরঙ্গ বেয়ে নেমে আসছে বোতলবন্দী খিচুড়ি
তার বেয়ে উঠে যাচ্ছে আমাদের ছবি।
ধন্যবাদ তোমাদের,
হে কোটি কোটি মানুষের মিডিয়া!
★