চিকিৎসকদের মধ্যে ক্রমবর্ধমান অবসাদ এবং উত্তরোত্তর আত্মহত্যার ঘটনা বৃদ্ধি নিয়ে পদক্ষেপ নিল ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম।
৯ই মার্চ ২০২৩ শনিবার রাত ৮টায় মনোরোগবিদ এবং মনস্তত্ত্ববিদ দের সঙ্গে জুম মিটিংয়ে আলোচনায় বসলেন ৫০ জনেরও বেশি চিকিৎসক। প্যানেল আলোচনায় প্যানেলিস্ট হিসেবে ছিলেন মনোরোগবিদ ডাক্তার অনিরুদ্ধ দেব, স্বস্তিশোভন চৌধুরী, পাঞ্চজন্য ঘটক, কৌশিক মুখার্জী, ইমারজেন্সি মেডিসিনের বিশেষজ্ঞ অপরাজিতা মিত্র এবং মনস্তত্ত্ববিদ শ্রীমতি রুমঝুম ভট্টাচার্য।
মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠান এবং কর্মস্থলে মেডিকেল ছাত্র-ছাত্রী ও ডাক্তারদের যে চাপের সামনে পড়তে হয় তার বিভিন্ন দিক নিয়ে কাল আলোচনা হয়। কিভাবে এই চাপের মোকাবিলা করা যায় এবং সে ক্ষেত্রে চিকিৎসক সংগঠনের ভূমিকা কি হতে পারে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এই জুম মিটিংয়ে।
সংগঠনের নেতৃত্ব জানাচ্ছেন এই আলোচনার ধারাবাহিকতায় আগামী আলোচনা হবে ১৬ই মার্চ ২০২৩ শনিবার রাত ৮টায়।