দ্বিতীয় বর্ষপূর্তি বিশেষ ১৮
আমি চাই
আমার কবিতা পড়ুক পড়ুক
আমার প্রিয় কাব্যপ্রেমী।
আমি চাই
আমার গানে বেজে উঠুক
সব দোকানে, সবার প্রাণে।
ভিজে উঠুক চোখের পাতা
একলা তোমার ঘরের কোণে।
আমি চাই
নিদাঘতপ্ত দিনের শেষে
একলা ঘরে ফেরার পরে
খুঁজতে থাকি আলোর সুইচ
অন্ধকারে অন্ধকারে।
তখন তুমি হঠাৎ করে
হঠাৎ করে
হাত বাড়িয়ে
ক্লান্ত ঘরে জ্বেলো আলো ।