সত্যি বলছি গল্প নয় ৫
লেখকঃ ঐন্দ্রিল ভৌমিক
হার্ড বাইন্ডিং ১২০ পাতা
মূল্য- ৮০ টাকা মাত্র
কলকাতা বইমেলা
প্রণতি প্রকাশনী (স্টল নাম্বার ৬২৪)
এই বই না পড়লেও চলে। দিব্যি চলে যায়। শিক্ষণীয় কিছু নেই, সাসপেন্স নেই, তন্ত্র- মন্ত্র- যৌনতা কিছু নেই। এই বইয়ে আকর্ষণীয় কিচ্ছু নেই।
বস্তুত এটা একটা টুকে লেখা বই। চারদিকে যা ঘটছে সেই সব ঘটনা থেকে টোকা। তাও যে লিখেছে, সে একেবারেই কূপমূণ্ডূক চিকিৎসক। দেখার পরিধিও সীমিত। সারাদিন খুপরিতে বসে রোগী দেখে, আর সেসব নিয়ে একঘেয়ে কথা লিখে থাকে। লেখার চরিত্ররাও এমন মহান বা আকর্ষণীয় কোনো মানুষ নয়। কোনো কাহিনীর চরিত্র এক যক্ষ্মা আক্রান্ত বুড়ি, যে হাসপাতালের বেডে দুই পায়ের মাঝে মাথা গুঁজে দরজার দিকে তাকিয়ে থাকে। ভাবে যদি বাড়ি থেকে কেউ তাকে নিয়ে যেতে আসে। মাসের পর মাস কেটে যায়। এভাবে বসে থাকতে থাকতে তার দু-পা চিরস্থায়ী ভাবে বেঁকে যায়।
কোনো কাহিনীর চরিত্র বিধবা এক মহিলা, যে পরোপকার করতে গিয়ে প্রাণ দেওয়া স্বামীর নির্বুদ্ধিতার জন্য সারাক্ষণ মৃত স্বামীকে গালাগালি করে। অথচ যার জীবনের একমাত্র আকাঙ্ক্ষা তার পুত্র সেই বোকা স্বামীর আদর্শে বড়ো হয়ে উঠুক।
কোনো কাহিনীর চরিত্র এক গরীব চা ওয়ালা, সস্তার বিনোদন যাকে আনন্দিত করতে পারে না। আকাশ ভরা তারার মাঝখানে হারিয়ে যাওয়ার অলৌকিক ক্ষমতা যে আয়ত্ত করে ফেলেছে।
আরো অনেক অনেক চরিত্র।
আশির কাছাকাছি পৌঁছে যাওয়া একজন অবসর প্রাপ্ত স্বাস্থ্যকর্মী যে রাস্তায় ঘুরে ঘুরে মানুষকে স্বাস্থ্য সচেতন করে তোলে, কেউ তার কথা শোনে, কেউ শোনেনা।
একজন ফার্মাসিস্ট, যে সকল অসহায় বৃদ্ধার মধ্যে মা কে দেখতে পায়। একজন জ্যোতিষী, যে সকলকে উদ্ধার করলেও নিজের গোপন রোগে ডাক্তারের শরণাপন্ন হয়। একজন যৌনক্ষমতাহীন যুবক, যে নিজের বউকে বশ করতে নিরীহ পুঁয়ে সাপ মেরে মাদুলি করে পরে থাকে।
মোদ্দা কথা, এসব চরিত্র আমাদের চারদিকে ঘুরে বেড়াচ্ছে অজস্র। সেই সব অজস্র চরিত্রের কথাই ঘুরে ফিরে এসেছে এই বইয়ে। এই সব চরিত্রের সাথে পরিচয়ের জন্য এই বই পড়ার কোনো দরকার নেই। একটু চোখ কান খোলা রাখলেই দিব্যি সকলকে চোখে পড়বে।
সতর্কীকরণঃ যদি ভুলক্রমে কিনেও ফেলেন তাহলে রাতে শুয়ে শুয়ে পড়বেন না। আপনার রাতের ঘুম মাটি হতে পারে। কারণ Truth is stranger than fiction। লেখকের কাছে এই পৃথিবীর ইতিহাস হলো সাধারণ মানুষের ইতিহাস। কোন নেতা ভোটে জিতল, কোন নেতা জেলে ঢুকল, কোন নেতা চাল চুরি করে সাতমহলা বানালো- তা নিয়ে লেখার মতো ধারালো কলম বা সাহস কোনোটাই এই লেখকের নেই।
এর আগের চারটি খণ্ডও পাওয়া যাবে প্রণতি প্রকাশনীর স্টলে। প্রতিটি খণ্ডের মূল্য ৮০ টাকা করে।