ওলাইচণ্ডী ওরফে ওলাবিবি!
বাংলার গ্রামে গঞ্জে সবাই পুজা করে এই দেবীর। ধর্মমত নির্বিশেষে।
এমনকি বেলগাছিয়ায় এক ইংরেজের বউ কলেরায় আক্রান্ত হয়ে এই দেবীর স্বপ্নাদেশ পেয়েছিলেন!!
শোনা যায়, হরপ্পা মহেঞ্জোদারো থেকেও নাকি এই ওলাইচণ্ডী তথা সাত বোন দেবীর অস্তিত্ব পাওয়া গেছে।
তার মানে শুধু বাংলা নয়, সারা ভারত জুড়ে ছড়িয়ে ছিটিয়ে ছিল ওলাইচণ্ডী ওরফে ওলাবিবির মহিমা।
সেই হিসেবে দাবি উঠুক – ওলাইচণ্ডীই একমাত্র দেবী, যাকে NMC-র লোগো-তে ব্যবহার করতে হবে। 💪💪💪
লোকজন যে হারে বমি করছে, যে পরিমাণ হাগতে শুরু করেছে, তাতে ওলাইচণ্ডী ওরফে ওলাবিবি ছাড়া রেহাই পাওয়া কঠিন! 😋