বলছে সবাই, “কই প্রতিবাদ? ফেটে পড়ো দেখি ক্ষোভে!”
নিজের বেলায় আটকে যাচ্ছি, সুবিধে কিম্বা লোভে!
সবাই যেনো ঘুমিয়ে পড়েছে, বেঁচে নেই আর কেউ,
প্রতিবাদ হলে রাণী বলে দেন, এসব তো “ঘেউ ঘেউ”!
“ঘেউ ঘেউ” করে বদলে গিয়েছি, গর্জে উঠি না আর!
কি দরকার বাপু, বিপদ বাড়িয়ে, করে দেবে ট্রান্সফার!
টিভিতে দেখছি সন্দেশখালি, উফ্ফ কি নির্মম,
কেউ এখনো পথে নামেনি তো? কারোর কি নেই দম??!
শহরের বুকে মানুষ কোথায় খুঁজে পাইনা তো আর…
কি বলছেন? আয়না দেখবো? হেঃহেঃ, তার কি দরকার?! 🙈
কে বলেছে আমি গর্জে উঠিনা? আমারও আগুন আছে!
হোক অন্যায় দূর কোনো দেশে, এটা যে বড্ডো কাছে! 😌🙈
৮ই মার্চ আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস উদযাপন
৮ ই মার্চ ২০২৫ অনুষ্ঠিত বিভিন্ন কর্মসূচির ছবির কোলাজ।