অশ্রু মালিন্য দেয়? যত অশ্রুকণা
মুক্তো বিন্দু হয়ে ফোটে। থাকে না তুলনা।
প্রতিটি কণায় থাকে জ্বালা… অভিমান!
সুতীব্র ভালোবাসা, ভুলে যাওয়া গান।
অশ্রু মালিন্য নয়… আসুক… ক্ষতি কী…?
দুঃখ সাগরের রত্ন দারুণ প্রতীকী।
এক একটা দুঃখ বয় প্রতি অশ্রুফোঁটা।
এক সাথে কেউ বলো… কেঁদেছে পুরোটা?
এক শোক ম্লান হলে নয়া শোক আসে।
ম্লান হয়? কোনও দিন? শোকের প্রকাশে,
সাগরের জল চোখে হয় টলোমলো,
তাকে মরুভূমি হয়ে, মলিনতা বলো?
শকুন ভাগাড় খোঁজে, প্রাণ খোঁজে হৃদি!
এ রোগের নাম নাকি কঠিন ওসিডি।
এই যে কাঁদছি আমি… ছেড়ে গেছে মেয়ে…
তাকেই তো খুঁজে পাই অশ্রুপথ বেয়ে।
★
ওসিডি= অবসেসিভ কমপালসিভ ডিসঅর্ডার