ডেঙ্গু আমার কাঁপুনি আমার
মরণ আমার, আমার ক্লেশ
কেন ভাইরাস বদলালি রূপ
কেন ‘অজানা’র ছদ্মবেশ?
ভুগলেও কেউ স্বীকার করে না
তোরই ভয়ে আজ ত্রস্ত দেশ
সগর্বে বলা মিথ্যা ভাষণে
মুখরিত আজ আমার দেশ
কিসের দুঃখ, কিসের দৈন্য,
ধাপ্পা মিলছে দিব্যি ফ্রেশ
শত কোটি মিলিত কন্ঠে
কাঁদছে এখন আমার দেশ।
রক্ত রিপোর্ট পজিটিভ তবু
জ্বরে যদি কারও মৃত্যু হয়
সার্টিফিকেটে রোগের কারণ
বদলিয়ে যাবে… এতই ভয়।
নাইসেডও যার লুকোচুরি দেখে
হতাশায় শেষে বলেছে… ইস্!
তুই কি ডেঙ্গু সেই গাধাদের
মনের ভুলেও পাত্তা দিস?
কিসের দুঃখ, কিসের দৈন্য,
ধাপ্পা মিলছে দিব্যি ফ্রেশ
শত কোটি মিলিত কন্ঠে
কাঁদতে থাকুক আমার দেশ।
সকাল বিকাল সন্ধ্যা যেথায়
কার্নিভ্যালের দারুণ রেশ
সদাই যেথায় হাততালি ওড়ে
দু’একটা শুধু অম্বিকেশ।
প্রশাসন যেথা স্রেফ জো হুজুর
প্রশ্নতে মুখে দেয় কুলুপ
প্রায় ক্রীতদাস ডাক্তার যেথা
ভরসা বলতে মশার ধূপ।
কিসের দুঃখ, কিসের দৈন্য,
ধাপ্পা মিলছে দিব্যি ফ্রেশ
শত কোটি মিলিত কন্ঠে
কাঁদতে থাকুক আমার দেশ।
যেথায় স্তাবক বিদ্দ্বজ্জন
তোলে সমবেত মধুর তান
ন্যায়ের বিধান মাটিতে লুটায়
কথাঞ্জলিতে ভেসেছে প্রাণ
যেথা অকাতরে লোক মরে যায়,
এই দেশই সেই ধন্য দেশ
ধন্য আমরা মশার কামড়ে
যদি মিশে থাকে ডেঙ্গি রেশ।
কিসের দুঃখ, কিসের দৈন্য,
ধাপ্পা মিলছে দিব্যি ফ্রেশ
শত কোটি মিলিত কন্ঠে
কাঁদতে থাকুক আমার দেশ।
যদিও ডেঙ্গি তোর ভয়ে ভয়ে
ঘিরে আছে আজ আঁধার ঘোর
এসে যাবে শীত এ’টাই ভরসা
হয় তো প্রতাপ কমবে তোর
ততদিন তুই থাকবি ডেঙ্গি
মানুষ আমরা নহি তো… মেষ
ডেঙ্গি আমার লেঙ্গি আমার
ঘোর হাহাকারে ভরাবি দেশ।
কিসের দুঃখ, কিসের দৈন্য,
ধাপ্পা মিলছে দিব্যি ফ্রেশ
শত কোটি মিলিত কন্ঠে
কাঁদতে থাকুক আমার দেশ।