দ্বিতীয় বর্ষপূর্তি বিশেষ ১৯
এখন অবধি যা জানা যাচ্ছে তা হল কোভিডের এই ওমিক্রন অবতারটি ভয়ঙ্কর ছোঁয়াচে হলেও সেভাবে প্রাণঘাতী বা মারাত্মক অসুস্থতাবাহী নয়!
বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী ডঃ সৌম্যা স্বামীনাথন আগেই বলেছিলেন আতঙ্ক না ছড়াতে। তাঁর কথা থেকে, এখন জানা যাচ্ছে ওমিক্রন আক্রান্ত মানুষটির এমনিতেই খুব মৃদু রোগলক্ষণ হবার কথা আর ভ্যাকসিন নেওয়া থাকলে অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা প্রায় থাকে না।
গতকাল বিশ্বজুড়ে ষোলো লক্ষ মানুষ একদিনে আক্রান্ত হয়েছেন। শুধু মার্কিন দেশেই পাঁচ লক্ষ! সংখ্যাগুলি চোখ কপালে তোলার মতই এবং হ্যাঁ বিশ্বরেকর্ড তো বটেই!
কিন্তু স্বস্তির খবরটা হল গতকাল বিশ্বজুড়ে কোভিডের কারণে প্রাণহানি হয়েছে মাত্র সাতহাজারের কিছু বেশি মানুষের! প্রতিটি মৃত্যু দুঃখজনক ঠিকই! কিন্তু সংখ্যাতত্ত্বের নিরিখে এই সংখ্যাটি গতবছর অক্টোবরের শেষদিকের মত যখন দিনে পাঁচ লক্ষ মানুষ আক্রান্ত হতেন।
অর্থাৎ তিনগুণেরও বেশি আক্রান্ত হলেও মৃত্যু সংখ্যা আদৌ বাড়ে নি!
আর একটা বড়ো খবর হলো যেখান থেকে ওমিক্রনের উদ্ভব সেই দক্ষিণ আফ্রিকায় গতসপ্তাহে হুহু করে কমতে শুরু করেছে সংক্রমণ!
এক সপ্তাহে ৪০ শতাংশ!
১২ ডিসেম্বরের ৩৭ হাজার থেকে কেস নেমে এসেছে পাঁচ-ছ’ হাজারের ঘরে।
আর ওমিক্রনে মৃত্যু প্রায় নেই বললেই চলে।
গ্রাফগুলি দেখলেই বোঝা যাবে।
সচেতন থাকুন।
আতঙ্কিত হবেন না।
https://www.telegraph.co.uk/global-health/science-and-disease/south-african-covid-cases-fall-nearly-40-per-cent-week/
https://www.google.com/amp/s/m.timesofindia.com/city/chennai/tamil-nadu-we-must-learn-to-live-with-covid-says-who-chief-scientist/amp_articleshow/88555485.cms