বিচারক প্রচারক হলে,
বিচার পক্ষ বেছে ঝোঁকে
সততায় সন্দেহ লেপে দেয় গাঢ় পোঁচে কালি
বিচারক মঞ্চে দাঁড়ালে,
আদালতও অভিনয় মনে করে লোকে,
ব্যঙ্গ ও গালাগালি ঢেকে দেয় অতীতের সব হাততালি।
বিচারক পদ নয় কোনো,
হতাশের শেষ আশ্রয়,
তিন থাম ভাঙা দেশে ছাদ ধরে রাখা শেষ থাম,
বিচারক গ্যাভেল ওঠালে,
এখনো ঊষর মাটি সবুজে ভরাতে পারে নষ্ট সময়,
আর যদি প্রতীকের পতাকা ওঠান,
দেশ বোঝে,
ভুল গাছে সার দিলো স্বরহীন মানুষের অশ্রু ও ঘাম।
বিচারক ও শাসকের চোখে চোখ হলে,
দেখে যুগ রুদ্ধশ্বাসে,
পলক পড়বে আগে কার, কাকে মেনে কে নোয়াবে ঘাড় ।
অভিজ্ঞ ইতিহাস জানে ,
রাজাকে ধমকাতে পারা রাম শাস্ত্রীর পালা কদাচিৎ আসে,
এ নাটকে শাসকই নায়ক বেশি,
মুখ্যচরিত্রটি বিচারক পান মাত্র দুই-এক বার ,
সে বড় কঠিন পার্ট,
সকলের তত জোর থাকে না গলার।
পৃথিবীতে এক আসনই আছে, সিংহাসনেরও যাকে ভয় ,
একবার বসলে সেখানে,
পক্ষবিহীন হতে এসে পড়ে দায়,
পৃথিবীতে এক আসনই আছে,
যা রাজার তাঁবে হলে ভাঙাচোরা শেষ থামে ঘটে বিপর্যয়,
হানাদার কড়া নাড়ে
শিরদাঁড়া-জাতকের শেষ ঠিকানায়।
সে আসন ছেড়ে আজ উঠেছেন বিচারক।
এখন দেখার তিনি যাবেন কোথায়।
গতানুগতিক নাকি উদয়ের পথে,
আগামী শোনাবে সেই জনতার রায়।