এক হাজার দিন গেলো ,
চাকরি অধরা,
এক হাজার রাত গেলো ,
ওরা ঠাঁইনড়া,
গান্ধীজী নতমুখে দেখেছেন ধর্নার হাজার দুপুর,
আদালতে বাঁধা গৎ,
গরমেন্ট সাইলেন্ট,
টেট-পাশ-ফাঁসে বেঁধে নিয়োগের চিঠি নয় আজও মঞ্জুর।
এক হাজার দিন ধরে কত কিছু ঘটে গেলো,
সিংহাসনের থেকে কত বাধা হটে গেলো,
বিরোধী এপাশে এলো,
এপাশ বিরোধী হলো,
কত ঘরে হানা দিলো সিবিআই ইডি..
Enough for the needy
never for the greedy,
গেলো পড়ে কত নামে গাঁ-শহরে ঢিঢি,
তবুও এগোলো কই,
নেপো খেলো চেটে দই ,
গান্ধীর পায়ে বসা মুখেরা মলিন,
অসম লড়াই লড়ে
আয়ু থেকে খোয়া গেলো এক হাজার দিন।
কানাঘুষো নয় আর , ঘুষ কোন থানে,
কত লাখ কাকে দেওয়া সকলেই জানে,
যতই মেধাবী হও ,
সব ঠিক লিখে আসো অ্যানসার-শিটে,
চাকরি মেলে না তবু,
লাল-ফিতে ফাঁস বাঁধা বাঁ-হাতে গিঁটে,
ও হাত তুষ্ট হলে
তবেই আসবে ঘরে থিতু মাইনেটি,
মেধা দিয়ে আশা করা নিয়োগের চিঠি,
ভীষণ অলীক এক আষাঢ়ে-কাহন
এ যুগ মেধার নয়, টাকার বাহন।
নি-দন্ত তদন্ত চলে,
চলছে ও চলবেও আলোড়নহীন,
কয়েকটা ভোট শুধু,
মেধাবাহী মোট শুধু,
আশু হবে সমাধান, সেই আশা ক্ষীণ,
আদৌ তা হবে কিনা, রাজানীতি তাকা-ধিনা
তারও জবাব দেওয়া করেছে কঠিন।
গান্ধীর পা-তলে,
ভরসাকে পায়ে দলে,
রাষ্ট্রের খুড়ো-কলে
পেষাইয়ের হলো আজ এক হাজার দিন।