পাঁচখানা রাজ্যতে ভোট হয়ে গেলো।
চারখানাতেই গদি ওলটপালট, হাত ছেড়ে জনগণ গেরুয়া বেছেছেন তিনটেতে,
একটায় গাড়ি ছেড়ে হাত ধরেছেন।
এক্সিট পোলগুলো কিছুটা মিলেছে আর বাকি এলোমেলো।
ওই পাঁচ রাজ্যই শান্তির বন্দর এমন তো নয়,
মেয়েরা বেরোলে দুটো রাজ্যতে ভয়, ধর্মের কাজিয়ারা
কত যে ব্রেকিং হয় রোজের নিউজে,
সকলেই জানে। অপরাধে নেই তারা খুব নিচুস্থানে,
বিরোধী ও শাসকের বেশ কিছু নেতাদের নামে আছে কালি,
মোট কথা, রাজ্য চারটে ঠিক সেরকমই ,
ইদানিং বঙ্গে যা দেখছে বাঙালি।
রাজনীতি ভেদ আছে, ধর্মের খেদ আছে,
মাফিয়ারা নিয়মিত শিকারে বেরোয়,
ওই পাঁচ রাজ্যেই বাংলার থেকে নয় শান্ত সময়।
অথচ আশ্চর্য দেখো, এতগুলো ভোট গেলো,
কোত্থাও একখানা পড়েনি তো লাশ,
জনগণ ভোট শুধু দিয়েই খালাস,
ভোট মানে ভোটই শুধু,
বক্তৃতা প্রতিবক্তৃতা,
প্রতীক বনাম প্রতীকে,
জয়ী হেরো কোনো দল কোন্দলে যাননি তো হিংসার দিকে।
এ রাজ্যে ভোট ঘোষণার সাথে লাশ পড়া শুরু,
সাধারণ মানুষের বুক দুরুদুরু,
সফলতা বোঝা যায় শবের সংখ্যা আর বোমার নিরিখে।
ভোট মানে ভোট শুধু, হত্যার প্ররোচনা না
ভোট মানে ভোট শুধু , এখানে অস্ত্র ধরা মানা,
ভোট মানে ভোট শুধু, মর্গ না কারোর ঠিকানা,
ভোট মানে ভোট শুধু, ভোটদানই যার সীমানা।
এই সাধারণ জ্ঞান বঙ্গীয় দলগুলো কবে নেবে শিখে?