রাষ্ট্র যখন রোগের ভয়ে সময় ছাঁটেন রাজসভার
বিচারবিভাগ হাঁকেন হবে অনলাইনে কাজ সবার,
কোভিড যখন ধরছে শিকার, মৃত্যু বলে Age no bar,
ডাক্তারেরা ভাবেন তখন RIP লিখবেন আজ কবার।
লড়াই করার উপায় শেখান নন-মেডিকেল বোদ্ধারা,
হুকুমতের হুকুম মেনে ডিউটি করেন যোদ্ধারা,
মারলে কোভিড নিয়ম করে পেটায় কিছু বোধহারা,
পোস্ট লেখা হয় ‘বেশ হয়েছে’, শিকার যখন খোদ তাঁরা।
কেস হেরে কি রাগের মাথায় কেউ মেরেছেন উকিলকে?
পাটকেল যেই ফেরত আসে মারেবে তখন কে ঢিলকে?
রাজনীতিবিদ শাঁসটি খেয়ে ছোঁড়েন ত্রাণের যে ছিলকে,
আমজনতা বিনাকথায় হজম করেন সে কিলকে।
প্রজন্ম দেয় ব্যাটন দিয়ে, অ্যাই জুনিয়ার, ধর না বিষ,
মৃত্যু হলেই মার খাবি তুই, একটু বাছা মানিয়ে নিস,
রক্ত মুছে ঘর চলে যা, শুনবে না কেউ তোর নালিশ
হোয়াটসঅ্যাপেই গজরাবে কেউ, নামলে পথে স্বর হাপিস।
নাম পাল্টায় মারখাওয়াদের, পরিবহ..অর্ণাশীষ..
চাবুক