গত ২৫ শে অক্টোবর দুপুর দুটোয় আর জি কর মেডিক্যাল কলেজের বর্তমান অচলাবস্থার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া জনস্বার্থ মামলার শুনানি ছিল। মহামান্য বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের এজলাসে ওই শুনানিটি হয়। আন্দোলনকারীদের পক্ষ থেকে মৈনাক রায়, আকাশদীপ মান্না, দেবলীনা বসু উপস্থিত হন। উক্ত মামলার শুনানি চলাকালীন, বিচারপতিদের তরফে প্রশ্ন করা হয় যে আর জি কর মেডিক্যাল কলেজে রোগী পরিষেবা ব্যাহত হচ্ছে কি না? তার উত্তরে প্রতিনিধিরা জানান যে ইন্টার্নদের পক্ষ থেকে কখনই সরকারীভাবে কর্মবিরতি ঘোষণা করা হয়নি, তবে আন্দোলনকারীদের পাশে দাঁড়ানোয় ইন্টার্নরা পূর্ণশক্তি দিয়ে রোগী পরিষেবা দিতে পারেননি। ইন্টার্নরা এও প্রশ্ন করেন যে,’একটি মেডিক্যাল কলেজের স্বাস্থ্য পরিকাঠামো কেন শিক্ষানবীশদের ওপর নির্ভর করে চলবে?’ যাইহোক, ইন্টার্নরা আদালতে জানিয়ে আসেন যে কোভিড আক্রান্তের সংখ্যা যেহেতু ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে তাই তাঁরা জনস্বার্থে মঙ্গলবার থেকে পুরোপুরি কাজে যোগ দিচ্ছেন। আদালতের পক্ষ থেকে বলা হয় যে আমরা রোগী পরিষেবা অব্যাহত রেখে আন্দোলন শান্তিপূর্ণ ভাবে চালিয়ে যেতে পারি,তবে হাসপাতাল চত্বরে মাইক বাজানোয় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আমাদের অনুরোধ করা হয় যে আমরা যেন অনশন তুলে নিই, আমরা তার উত্তরে দ্ব্যর্থহীন ভাষায় জানাই যে আমরা স্বৈরাচারী অধ্যক্ষ ডাঃ সন্দীপ ঘোষের নিঃশর্ত পদত্যাগ না হওয়া অবধি অনশন তুলতে চাই না। এছাড়া সমস্যার নিরসনের জন্য আমরা আবেদন জানাই যে স্বাস্থ্যসচিবের সাথে যেন একটি মিটিংয়ের আয়োজন করা হয়, আদালত আমাদের দাবী মঞ্জুর করেন। আমরা আরেকবার স্পষ্ট করে জানাতে চাই যে এই স্বৈরাচারী অধ্যক্ষের পদত্যাগ না হওয়া অবধি আন্দোলন চলতে থাকবে।
#ResignAuthoritativePrincipal
#WeAreAllRGKar