পেট্রোলের দাম লাগামছাড়া
ফোঁস করে শ্বাস ছাড়ল পুরোনো অস্টিন
কোথাও শান্তি নেই
ঘেউ শব্দে জানান দিল জনৈক ডিজেল বুলডগ।
এইসব কথোপকথন থেকে সময়টাকে চেনা যায়
ঠিক তখনই গরম ভাতের স্বপ্ন থেকে
জেগে উঠল এক বালক
ঘুম থেকে উঠে খেয়ালই করতে পারল না
স্বপ্নে ভাতের পাশে ডিমের ঝোল ছিল কি না।
খিদে নামের বোবা অন্ধকারের ওপর এসে পড়ছে
ডিম ভাতের জ্যোৎস্না।
খুব চালাক লোকজন, দামী শব্দগুলোকে নিয়ে
চিলেকোঠায় উঠে যাচ্ছে।
চড়ুইভাতিতে ঝকঝকে একটা কবিতা রাঁধা হবে সেখানে
এমন সময়ে মেঘ জমল।
পৃথিবীর চামড়ায়
সুতীব্র ছুঁচের মত বিঁধে যাচ্ছে অ্যাসিড বৃষ্টি
★