যুগটাই এখন অটোমেটিক। স্কুলে যদি অভিযোগ জানানোর জন্য অটোমেটেড মেশিন থাকে তাহলে কোন নিয়মে সেখানে অভিযোগ জানাতে পারবেন তার একটা ধারণা দেওয়া যাক।
-বাচ্চা কেন স্কুলে যায়নি তার বাহানা দিতে 1 টিপুন।
-স্কুলের কাজ নিয়ে অভিযোগ জানাতে 2 টিপুন।
-বাচ্চা কেন হোম ওয়ার্ক করতে পারেনি তা নিয়ে তথ্য দেওয়ার জন্য 3 টিপুন।
-স্কুলের স্টাফদের সম্পর্কে অভিযোগ জানাতে 4 টিপুন।
-আপনাকে পাঠানো মেলর উত্তর নির্দিষ্ট সময়ে না পাওয়ার কৈফিয়ত নিতে 5 টিপুন
-যদি স্কুলের কাউকে চড় বা জল ভর্তি জাগ ছুড়ে মারতে চান তাহলে 6 টিপুন।
-বাচ্চার ক্লাস টিচার চতুর্থ বারের জন্য পাল্টাতে চাইলে 7 টিপুন।
-স্কুল বাসের বিরুদ্ধে অভিযোগ জানাতে 8 টিপুন।
-স্কুলের দেওয়া খাবারের জন্য অভিযোগ জানাতে 9টিপুন।
– স্কুলের করো সাথে সরাসরি কথা বলতে 0 টিপুন।