প্রতি
রেজিস্ট্রার
যাদবপুর বিশ্ববিদ্যালয়
কলকাতা ৭০০০৩২
বিষয়: ৩রা আগস্ট ২০২৩ প্রকাশিত কর্মসংস্থানের বিজ্ঞপ্তি (A2/C/6/2023) প্রত্যাহারের দাবি
মহাশয়/মহাশয়া,
গত ৩-রা আগস্ট ২০২৩-এ প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে আপনি আপনার বিশ্ববিদ্যালয়ে আংশিক সময়ের নিয়োগের জন্য চক্ষু রোগ বিশেষজ্ঞ, নাক কান গলার বিশেষজ্ঞ এবং চর্মরোগ বিশেষজ্ঞদের কাছ থেকে আবেদন আহ্বান করেছেন।
উপরোক্ত বিষয়গুলিতে ডিগ্রী বা ডিপ্লোমা লাভের পর তিন বছর হাসপাতালে কাজের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। সপ্তাহে তিন দিন দিনে দু’ঘণ্টা করে কাজ করতে হবে, পারিশ্রমিক দিনে ৭০০ টাকা অর্থাৎ ঘন্টায় ৩৫০ টাকা।
আপনাকে মনে করিয়ে দিই জয়েন্ট এন্ট্রান্স অথবা NEET পরীক্ষা দিয়ে এমবিবিএস পাঠক্রমে ভর্তি হতে হয়। সাড়ে চার বছর পড়াশোনার পর এক বছর বাধ্যতামূলক ইন্টার্নশিপ করলে একজন ডাক্তার প্র্যাকটিস করার লাইসেন্স পান। তারপর কঠিন প্রবেশিকা পরীক্ষায় পাস করে দু বছরের ডিপ্লোমা অথবা তিন বছরের ডিগ্রী কোর্সে ভর্তি হতে হয়। ডিগ্রি ডিপ্লোমা শেষে তিন বছরের বন্ড পোস্টিংয়ে সরকারী হাসপাতালে বাধ্যতামূলক চাকরী করতে হয়। আপনারা তারও পরে তিন বছর হাসপাতালে কাজের অভিজ্ঞতা চেয়েছেন এবং পারিশ্রমিক ঘন্টায় সাড়ে ৩৫০ টাকা!
পশ্চিমবঙ্গের চিকিৎসক সংগঠনগুলির যুক্ত মঞ্চ জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস, ওয়েস্ট বেঙ্গল মনে করে এই বিজ্ঞপ্তি চিকিৎসকদের জন্য অত্যন্ত মর্যাদাহানিকর। আপনার বিশ্ববিদ্যালয় থেকে যে ইঞ্জিনিয়াররা পাশ করে বার হন, তাদের ৩৫০ টাকা ঘন্টা পারিশ্রমিকে কাজ করানো যায় কি?
যাদবপুর বিশ্ববিদ্যালয় ভারতের জাতীয় আন্দোলন থেকে উদ্ভূত এক প্রাচীন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। তার আধিকারিকদের কাছ থেকে এইরকম সম্মানহানিকর বিজ্ঞপ্তি আমরা আশা করি না।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস দাবি জানায় অবিলম্বে এই বিজ্ঞপ্তি প্রত্যাহার করা হোক। ঘন্টা-ভিত্তিক চুক্তি-নিয়োগের নীতিগত বিরোধিতার পাশাপাশি ইউজিসি স্কেলের সমতুল বেতনক্রমে স্থায়ী সাধারণ ও বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের দাবী জানাচ্ছি আমরা। চিকিৎসকদের শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার সঙ্গে বেতন ও পারিশ্রমিক মানানসই করার ক্ষেত্রে বেঞ্চমার্ক হোক আপনার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের বেতনক্রম। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস আশা করে আপনি বর্তমান বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নতুন স্থায়ী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করবেন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও চিকিৎসক সমাজের মধ্যে উদ্ভূত অপ্রীতিকর অস্বস্তির নিরসন করবেন।
ধন্যবাদান্তে-
ডাঃ পুণ্যব্রত গুণ
ডাঃ হীরালাল কোনার
যুগ্ম আহ্বায়ক