২০২১-এর ভাষা দিবসে প্রকাশিত হয়েছিল ডক্টরস’ ডায়েরি-র ১ম খন্ড, ২০২২-র ভাষা দিবস ২১শে ফেব্রুয়ারী, সোমবার বিকাল ৪টায় সুবর্ণ বণিক সমাজ হলে প্রকাশিত হবে ডক্টরস’ ডায়েরি-র ২য় খন্ড।
গতবার বইটিতে ছিল ৩১জন ডাক্তারের ডায়েরি, এবার লেখকের সংখ্যা ৫০, ডাক্তার ছাড়াও রয়েছেন কয়েকজন স্বাস্থ্যকর্মী, বিজ্ঞানকর্মী, স্বাস্থ্যবিজ্ঞানী, স্বাস্থ্য-সাংবাদিক–অনির্বাণ জানা, অনির্বাণ ঘোষ, অনিরুদ্ধ কীর্তনিয়া, অনীক চক্রবর্তী, অভিজিৎ মুখার্জি, , অমিত পান, অরুণাচল দত্ত চৌধুরী
আশীষ কুমার কুণ্ডু, ইন্দ্রনীল সাহা, ঐন্দ্রিল ভৌমিক, সব্যসাচী সেনগুপ্ত,
সব্যসাচী চট্টোপাধ্যায়, সহস্রলোচন শর্মা, সমুদ্র সেনগুপ্ত, সায়ন পাল, সুকন্যা বন্দ্যোপাধ্যায়, দয়ালবন্ধু মজুমদার, সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়, সুবর্ণ গোস্বামী, সুমিত দাস, পিয়ালী দে বিশ্বাস, প্রাণেশ মন্ডল, বিষাণ বসু, বেলাল হোসেন, মানস গুমটা, মালবিকা ব্যানার্জি, রুমঝুম ভট্টাচার্য, শর্মিষ্ঠা দাস, শুভেন্দু বাগ, শুভাংশু পাল, কাঞ্চন মুখার্জি, কৌশিক মণ্ডল, কৌশিক লাহিড়ী, তানিয়া ব্যানার্জি পাল, তীর্থংকর ভট্টাচার্য, দীপংকর ঘোষ, নটরাজ মালাকার, পার্থ ভট্টাচার্য, পার্থ প্রতিম গুপ্ত, পুণ্যব্রত গুণ…
অনুষ্ঠানে বই-প্রকাশ ছাড়াও অন্য আকর্ষণ থাকছে, তবে তা ক্রমশঃ প্রকাশ্য।
পরবর্তী পর্বের জন্য অপেক্ষা।
বইটি সংগ্রহ করতে চাই !