গরমের দাবদাহের পরেই আসে বর্ষাকাল। এতদিনের অপেক্ষা শেষ হয়, সিজনের প্রথম দিনের বৃষ্টির ফোঁটা গায়ে পড়লে এক স্বর্গীয় অনুভুতি হয়, মনে হয় যেন তাপিত প্রাণ শীতল হয়।
কিন্তু এর সাথে আসে নানান রোগ-ভোগ। বর্ষা শুরু হলেই বায়ুর হিমিউডিটি বেড়ে যায়, যা ব্যাকটিরিয়া, ভাইরাস ও ফাঙ্গাসের বাড়-বাড়ন্তের অনুকুল পরিবেশ তৈরি করে। আসে মশা, মাছি- একা আসে না, আসে নানা রোগের জীবাণু বহন করে।
এই আলোচনায় আমরা এই বর্ষাকালে আমাদের বাংলায় বা ভারতে যে সকল রোগের প্রাদুর্ভাব ঘটে, তাই নিয়ে আলোচনা করব।
ঠান্ডা লাগা, সর্দি যদিও খুব বেশি হয়, তবুও আরও অনেক রোগ আছে, যা মারাত্মক ও প্রাণঘাতী হতে পারে। তেমন দশটি রোগের কথা সংক্ষেপে বলব। আজ আলোচনা করব ঠান্ডা লাগা বা common cold নিয়ে।
ঠান্ডা লাগা বা common cold
এই সময়ে এই সাধারণ সর্দি-কাসির খুব প্রাগুর্ভাব দেখা যায়। এর কারন বিভিন্ন প্রকার ভাইরাস।
উপসর্গ
- নাক দিয়ে জল পড়া, হাঁচি
- নাক বন্ধ হয়ে যাওয়া
- গলা ব্যাথা
- কাশি হতে পারে।
- জ্বর ভাব
- মাথা ধরা, গা ব্যাথা
- দুর্বলতা হতে পারে
তবে সাধারন ঠান্ডা লাগায় মাথার যন্ত্রণা এবং জ্বর কমই হয়। বেশি হয় নাক দিয়ে সর্দি পড়া।
চিকিৎসাঃ
উপসর্গ অনুসারে চিকিৎসা করতে হবে। সাধারনতঃ এক সপ্তাহের বেশি সমস্যা থাকে না। বিশেষ কোনও চিকিৎসা না করলেও চলে। দরকারে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।