সাফল্যর সাথে আসে ব্যর্থতা। আমরা যারা ইনফার্টিলিটির চিকিৎসা করি আমরা জানি আমাদের চিকিৎসায় ব্যর্থতা বেশি, সাফল্যর হার কম। আমাদের বিজ্ঞাপনী প্রচারে সাফল্য সব আলো শুষে নেয়, ব্যর্থতা পরে থাকে অন্ধকারে। আমরা জানি সব শাখায় ফুল ধরে না, সব ডালে পাখি বাসা বাঁধে না।
তিনি শিখিয়েছিলেন অন্ধকার মানে হেরে যাওয়া নয়, এটা চ্যালেঞ্জ। নতুন করে শুরু করা, আবার আলো জ্বালানো। জিততে আমাদের হবেই, এই জেদ না থাকলে জেতা যাবে না। তা সে চিকিৎসকই হোক বা তার সামনে বসে থাকা রোগী।
মিসিং ইউ স্যার।