অধিকার স্বাধীনতার। অধিকার স্বাধীন কথার।
অধিকার নির্বাচনের। অধিকার নির্বাধ বাচনের।
অধিকার রোজ রুটির। অধিকার রোজগারে রুটির।
অধিকার সমানতার। অধিকার সম মান্যতার।
প্রথমগুলো দেওয়ার অভিনয় জারি। দ্বিতীয়তে থিতু অন্ধকার।
অধিকার সাক্ষর হওয়ার। অধিকার স্বাক্ষর দেওয়ার।
অধিকার ধর্ম বাছার। অধিকার ধর্ম থেকে বাঁচার।
অধিকার ভালবাসার। অধিকার ভালো বাসার।
অধিকার নিজের ঘরের। অধিকার নিজের শেকড়ের।
প্রথম দেওয়ার ভানগুলো আছে। দ্বিতীয়টা পেতে দেরী আছে ঢের।
অধিকার রোগের দিনে শুশ্রূষার। অধিকার রোগহীন সুস্থতার।
অধিকার জীবনে সাথী বাছার। অধিকার স্ব- ইচ্ছেয় সাথী বাছার।
অধিকার নাগরিক নথির। অধিকার শাসকের সাথে অসম্মতির।
অধিকার অনুদান ভিক্ষার। অধিকার রোজগেরে শিক্ষার।
প্রথম সারি গণতান্ত্রিক ফাউ। দ্বিতীয় চাইবে সে সাহসী জিভ কার?
অধিকার। সংজ্ঞাটা ঠিক করে যে সময়ে গদি যার।
রাজার বদল হলে বদলায় বোধই তার।