কে কে নিরাপদে আছে, ফেসবুক জানে।
যারা দুর্ঘটনার কাছে, আর কস্মিনকালে যারা ছিলো না সেখানে,
সকলেই লিখে দেয় ‘ আই অ্যাম সেফ’
হাঁফ ছাড়ে মা বাবা , বি এফ , জি এফ,
যাক বাবা, আমাদের মানুষটা পড়েনি বিপদে,
অচিরে আসবে ফিরে বাড়ি নিরাপদে।
তা বলি হ্যাঁ গো ভালোমানুষের ঝি আর পো,
কবে থেকে এ নিয়ম চালু হলো গো?
ফেসবুক খুলছে যে, তার ফোনে নেটওয়ার্ক আছে,
নম্বরও আছে সব প্রিয়দের কাছে,
নিরিবিলি মেসেজ বা কল যদি করো,
গোল তবে মিটে যায় তাড়াতাড়ি বড়,
ফেসবুকে অ্যাক্টিভ কে হবে কখন,
সে লটারি ছেড়ে বাপু করে ফেলো ফোন।
বরঞ্চ বিপন্ন হলে বলো ফেসবুকে,
প্রাকৃতিক দুর্যোগ, ঘটমান অঘটন, মনের অসুখে,
এস ও এস বার্তায় বলো নেই ভালো,
হোক না পরিস্থিতি যতই ঘোরালো,
সে খবর পেয়ে যাবে সাঁই সাঁই গতিবেগে বন্ধু সকলে,
হয়তো এমন কেউ, এখনো চেনোনি যাকে প্রিয়জন বলে,
দেখবে বাড়াবে হাত, আঁধারে উঠবে আলো ফুটে,
এ হাত ও হাত ধরে,
সে খাদের থেকে তুমি আসবেই উঠে।
আর যদি নাই পাও সেরকম কেউ?
সুনামির মতো আসে ডেটাদের ঢেউ, যদি বোঝো তুমি তাতে ভাসা একা কুটো?
আশার বেলুন হলে ফুটো, ভেবো না সেটাই যবনিকা,
তার মানে এতদিন আশ্রয় ভাবা ছিলো স্রেফ মরীচিকা,
ফোনে ফ্রন্টক্যামেরা তো আছে, ওটাকে ঘোরাও,
ওই যে দেখছো যাকে,
সে তোমার হাত ছেড়ে যাবে না কোথাও,
এসো , সাঁতরাও, হোক এখন জল বিশবাঁও,
ডাঙা বেশি দূরে নয়, একলাই যাও।
এইবারে পরিপাটি শুকনোটি হয়ে, ফেসবুক খুলে ফেলো ফের।
বন্ধুবৃত্তে আছে গলদ তোমার,
আশা করি পেয়েছো তা টের।
আর কোনো কথা নয়। আনফ্রেন্ড করবে তাদের।
নিরাপদে আছে, ফেসবুক জানে।
যারা দুর্ঘটনার কাছে, আর কস্মিনকালে যারা ছিলো না সেখানে,
সকলেই লিখে দেয় ‘ আই অ্যাম সেফ’
হাঁফ ছাড়ে মা বাবা , বি এফ , জি এফ,
যাক বাবা, আমাদের মানুষটা পড়েনি বিপদে,
অচিরে আসবে ফিরে বাড়ি নিরাপদে।
তা বলি হ্যাঁ গো ভালোমানুষের ঝি আর পো,
কবে থেকে এ নিয়ম চালু হলো গো?
ফেসবুক খুলছে যে, তার ফোনে নেটওয়ার্ক আছে,
নম্বরও আছে সব প্রিয়দের কাছে,
নিরিবিলি মেসেজ বা কল যদি করো,
গোল তবে মিটে যায় তাড়াতাড়ি বড়,
ফেসবুকে অ্যাক্টিভ কে হবে কখন,
সে লটারি ছেড়ে বাপু করে ফেলো ফোন।
বরঞ্চ বিপন্ন হলে বলো ফেসবুকে,
প্রাকৃতিক দুর্যোগ, ঘটমান অঘটন, মনের অসুখে,
এস ও এস বার্তায় বলো নেই ভালো,
হোক না পরিস্থিতি যতই ঘোরালো,
সে খবর পেয়ে যাবে সাঁই সাঁই গতিবেগে বন্ধু সকলে,
হয়তো এমন কেউ, এখনো চেনোনি যাকে প্রিয়জন বলে,
দেখবে বাড়াবে হাত, আঁধারে উঠবে আলো ফুটে,
এ হাত ও হাত ধরে,
সে খাদের থেকে তুমি আসবেই উঠে।
আর যদি নাই পাও সেরকম কেউ?
সুনামির মতো আসে ডেটাদের ঢেউ, যদি বোঝো তুমি তাতে ভাসা একা কুটো?
আশার বেলুন হলে ফুটো, ভেবো না সেটাই যবনিকা,
তার মানে এতদিন আশ্রয় ভাবা ছিলো স্রেফ মরীচিকা,
ফোনে ফ্রন্টক্যামেরা তো আছে, ওটাকে ঘোরাও,
ওই যে দেখছো যাকে,
সে তোমার হাত ছেড়ে যাবে না কোথাও,
এসো , সাঁতরাও, হোক এখন জল বিশবাঁও,
ডাঙা বেশি দূরে নয়, একলাই যাও।
এইবারে পরিপাটি শুকনোটি হয়ে, ফেসবুক খুলে ফেলো ফের।
বন্ধুবৃত্তে আছে গলদ তোমার,
আশা করি পেয়েছো তা টের।
আর কোনো কথা নয়। আনফ্রেন্ড করবে তাদের।