স্কেবিস খুব সাধারণ একটি ছোঁয়াচে চর্মরোগ। বাংলায় অনেকে ‘পাঁচড়া’ নামে জানেন।
একপ্রকার মাইট জাতীয় পরজীবীর সংক্রমণের ফলে এই রোগ হয়। পরজীবীটির বিজ্ঞানসম্মত নাম সারকোপেস্ স্ক্যাবিই (Sarcoptes scabiei)।
রোগটি খুবই ছোঁয়াচে প্রকৃতির, তাই পরিবারের কোন একজন আক্রান্ত হলে অন্য ঘনিষ্ঠ সদস্যরাও সংক্রমিত হবার সম্ভাবনা থাকে। মূলতঃ যারা ঘিঞ্জি জায়গায় অপরিচ্ছন্ন অপরিষ্কার জীবনযাপন করে তাদের এই রোগ বেশি হয়।
আজ থেকে প্রায় ২৫০০ বছর আগে থেকে যুগ যুগ ধরে গ্রীক এবং রোমান সহ বিভিন্ন সভ্যতায় চর্মরোগ সমস্যার কেন্দ্রবিন্দুতে থেকেছে এই রোগ। তখন লোকে এটিকে স্রেফ চুলকানি রোগ বলে জানতো। প্রাচীন রোমের চিকিৎসক সেলসাস সর্বপ্রথম এই রোগের নাম দেন ‘স্কেবিস’। ১৬৮৭ সালে গিওভ্যান কোসিমো বনোমো আবিষ্কার করেন যে এই প্রচণ্ড চুলকানি রোগের প্রধান কারণ হোলো স্কেবিস মাইট।
স্কেবিস যেভাবে ছড়ায়
সাধারণত স্পর্শের মাধ্যমে এক ব্যক্তির শরীর থেকে অন্য ব্যক্তির শরীরে ছড়িয়ে পড়ে। তবে আক্রান্ত মানুষের ব্যবহার করা জামাকাপড়, গামছা, বিছানার চাদর, বালিশ ইত্যাদি থেকেও এই রোগ ছড়াতে পারে।
রোগের উপসর্গ-লক্ষণ
মূল উপসর্গ হলো অত্যধিক চুলকানি। শুরুতে সারা শরীরে মূলতঃ আঙুলের ফাঁকে, আঙুলে, বগলে, নাভির চারদিকে, যৌনাঙ্গে ছোট ছোট দানার মতো দেখা যায়। (ছবি দেখুন)। সাধারণত মাথায় ও মুখে এরকম দানা বা গুটি হয় না। তবে বাচ্চাদের ক্ষেত্রে গোটা শরীরেই হতে পারে। প্রধানত রাতের বেলায় চুলকানি বেশি হয়।
সংক্রমণের পর পূর্ণরূপে বিকশিত হতে প্রায় ২-৬ সপ্তাহ সময় লাগে। পরের দফায় মাইটগুলো চামড়ার মধ্যে গর্ত বা ফাটল তৈরি করে এবং তার মধ্যে ডিম পাড়ে। (ছবি দেখুন।) এইভাবে সারা শরীরে ছড়িয়ে পড়ে।
চিকিৎসা
রোগী এবং পরিবারের সকলকে ৫ % পারমেথরিন (Permethrin) নামক তরল ওষুধ দিয়ে চিকিৎসা করতে হবে। উষ্ণ জলে স্নান করার পর পা থেকে গলা অব্দি পুরো শরীরে ভালোভাবে এই তরল ওষুধ ব্যবহার করতে হবে। পরের দিন সকালে স্নান করতে হবে, যাতে ওষুধটি শরীরে কমপক্ষে ১২ ঘন্টা শরীরে থাকে। ডাক্তার প্রয়োজন মতো ১ সপ্তাহ পর পুনরায় এই ওষুধ ব্যবহার করতে বলতে পারেন।
অতিরিক্ত চুলকানি কমানোর জন্য রোগীকে ট্যাবলেট সেটিরিজিন (Ceterizine) ১০ মিগ্রা ডোজে দেওয়া যায়। শরীরের ওজন ৩৩.৫ কিলোগ্রামের কম হলে ৫ মিগ্রা।
রোগীর ব্যবহৃত গামছা, বিছানার চাদর, বালিশের কভার ও অন্যান্য ব্যবহৃত জামাকাপড় গরম জলে ফুটিয়ে ডিটারজেন্ট দিয়ে পরজীবীমুক্ত করতে হবে।
ভালো তথ্যে সমৃদ্ধ হলাম ।