এক একটা মানুষ এক একটা রুবিকের কিউব।
||
আমার হাসপাতালে কাজের চাপ বেশ ভাল। সপ্তাহে তিনদিন অপারেশন থাকে। বাকি দু’দিন ক্লিনিক নয়ত ওয়ার্ড রাউন্ড। একটা বুধবারের কথা, আমি সার্জারির ওয়ার্ডে রাউন্ড দেওয়ার জন্য তৈরি হচ্ছি। বেশ তাড়ায় ছিলাম সেদিন, রাউন্ড শেষ করেই আবার থিয়েটারে দৌড়তে হবে। একটা কাগজে রুগীদের নামের লিস্ট থাকে। তার দিকে চোখ বোলাতে বোলাতে একটা জায়গায় এসে ভ্রূ কুচকে গেল আমার।
-” এলিসন উডওয়ার্ড এখনও বাড়ি যায়নি? কেন?”
আমরা এলিসনের অপারেশন করেছিলাম সোমবার দিন। মঙ্গলবারই ওর ছুটি হয়ে যাওয়ার কথা। রুগী হিসাবের বেশিদিন হাসপাতালে থাকলে তা সার্জেনের চিন্তার কারণ হয়।
অপারেশনের পরে কোন কমপ্লিকেশন হল না তো?
এলিসনের সমস্যা ছিল ওর অতিরিক্ত স্থূলতায়। তাই ওর শরীরে বাসা বেঁধে ছিল ডায়াবেটিস, রক্তচাপ, আর্থরাইটিসের সমস্যা। অপারেশনটা করার কারণ ছিল এলিসনের এই রোগগুলোর ভার কমানো। সেই অপারেশন জটিল হলেও একদিন পরেই রূগী বাড়ি চলে যায়। কিন্তু এলিসন যায় নি।
আমার সাথে থাকা জুনিয়র ডাক্তারটি বলল,
“দাঁড়াও, নার্সকে জিজ্ঞাসা করে দেখি।”
নার্স বলল, “এলিসনের কন্সটিপেশনের সমস্যা হচ্ছে। অপারেশনের পর থেকে বাওয়েল মুভ করেনি।”
আমি একটু আশ্বস্ত হলাম শুনে, মনে মনে নিজের পিঠটাও চাপড়ে নিলাম। যাক অপারেশনটা তাহলে ভালই করেছি। “ওহ, তেমন কিছু নয় তাহলে? খাওয়াদাওয়া করছে ও?”
“হ্যাঁ সে সব ঠিক ঠাক করছে, কিন্তু ওর পায়খানা না হলে ওকে তো বাড়ি পাঠানো যাবে না।”
“হুম, তাহলে একটা এনেমা দিয়ে দিলেই তো মিটে গেল, দিয়ে দিন, বিকেলে বাড়ি চলে যাবে ও।”
নার্সকে এটা বলে আমি এগিয়ে যাচ্ছিলাম ওয়ার্ডের অন্য ঘরের দিকে। সেই নার্সের ডাকেই আবার পিছনে ফিরতে হল।
“একটা প্রবলেম হয়েছে ডক্টর ঘোষ।”
“কী হল?”
“এলিসন এনেমা নিতে চাইছে না। রিফিউজ করছে।”
কনস্টিপেশন হলে মলদ্বারে একটা নল ঢুকিয়ে কুড়ি মিলিলিটার মতো তরল পদার্থ দেওয়া হয়, এতে আটকে থাকা শক্ত মল বাইরে বেরিয়ে আসে। একে বলে এনেমা। কেউ কেউ এনেমা নিতে পারে না, তাদের জন্য আছে সাপোসিটরি। এটা ছোট্ট মোমবাতির টুকরোর মতো। কাজ এরও একই।
“ওকে, তাহলে একটা গ্লিসারিন সাপোসিটরি দিন ওকে।”
নার্স এবারে মুখ দিয়ে চুক করে একটা শব্দ করে বললেন,”না, সেটাও নিতে চাইছে না ও।”
এবারে আমি বেশ বিরক্ত বোধ করলাম, এইটুকু একটা ছোট ব্যাপারের জন্য রুগী হাসপাতালের একটা বিছানা দখল করে রাখবে এটা মানা যায় না। একটা ছোট্ট ওষুধ নিতে ওর অসুবিধাটা কোথায়? আমি ভাবলাম এই মহিলা বেশ ফুলের ঘায়ে মূর্চ্ছা যায় প্রকৃতির। যতক্ষণ না একে জোর করছি ততক্ষণ কাজটা করানো যাবে না।
অ্যালিসনকে আমাকে দেখতে যেতেই হল। একটু পরেই বাকি রুগীদের দেখে থিয়েটারে দৌড়তে হবে, তাই খুব বেশি সময় ওর জন্য বরাদ্দ নয়।
অ্যালিসনের বিছানার কাছে গিয়ে মুখে হাসি টেনে এনে বললাম, “গুড মর্নিং অ্যালিসন, কেমন আছেন?”
আমার এই কথা বলার ভঙ্গীতে হৃদ্যতার সঙ্গে মিশে থাকা প্রচ্ছন্ন বিরক্তিটা আমার কাছে বেশ প্রকট ছিল, জানি না অ্যালিসন তার আঁচ কতটা পেয়েছিল। অ্যালিসনের বয়স চল্লিশের কাছাকাছি, গায়ের রঙ গোলাপী ফরসা, গোল মুখ, নীল চোখের মণি। একটা টপ আর পাজামা পড়ে অ্যালিসন বসে ছিল ওর বিছানায়।
“ভাল আছি ডক্টর, থ্যানকিউ আপনাদেরকে।”
“হুঁ, বাড়ি যাবেন তো?”
“হ্যাঁ বাড়ি তো যেতেই চাই৷ কিন্তু দেখুন না পেটটা কেমন ফুলে আছে।”
“হ্যাঁ সে তো থাকবেই। অপারেশনের পরে কনস্টিপেশনটা খুব কমন। হতেই পারে।”
“আমি অনেক জল খাচ্ছি ডক্টর, নার্স লাক্সাটিভও দিয়েছিল কাল। কাজ হচ্ছে না। ব্রেকফাস্ট লাঞ্চে অবশ্য কোন অবশ্য কোন অসুবিধা হচ্ছে না, আজকে ব্রেকফাস্টে চা….”
অ্যালিসনের কথা শুনতে শুনতেই দেওয়ালের ঘড়ির দিকে তাকিয়ে নিলাম একবার।
সময় কম, সেটা বাকি রুগীদের মধ্যে ভাগ করে নিতে হবে। অ্যালিসনের জন্য বরাদ্দ কয়েক মিনিট প্রায় শেষ। এবারে সোজা কথায় আশা যাক। আমি ওকে মাঝ পথে থামিয়ে দিয়ে বললাম, “আপনাকে মলদ্বারে ওষুধ নিতেই হবে। এনেমা নিতে পারলে বেস্ট। নাহলে অ্যাটলিস্ট সাপোসিটরি। দেয়ার ইজ নো আদার ওয়ে। প্লিজ এবারে আর না করবেন না। নার্সকে বলে দিচ্ছি, দিয়ে দেবে। আই হোপ ইউ উইল বি এবল টু গো হোম বাই দিস আফটারনুন। বাই।”
“সরি, ওটা আমি পারব না ডক্টর। ”
আমার বিরক্তি তখন সীমা ছাড়াতে চলেছে।
“কেন অ্যালিসন? আপনিই প্রথম নন যে এনেমা নেবেন। ইটস আ কমন প্র্যাকটিস ইন দা ওয়ার্ড৷ এত ভয় পেলে চলবে নাকি? নিয়ে নিন এনেমাটা। ”
“না, পারব না আমি।”
অ্যালিসনের না বলার মধ্যে একটা দৃঢ়তার সাথে সাথে অসহায়তাও ছিল। চোখ দুটো ছলছল করছিল ওর। এমন রূগী আমি আগে অনেক দেখেছি। তারা শরীরের মধ্যে কোন কিছুকে নিতে ভয় পায়। আমি এবারে একটু নরম হয়ে অ্যালিসনের কাঁধে হাত রেখে বললাম, “আমি বলছি তো, ভয়ের কিচ্ছু নেই। নিয়ে নিন এনেমাটা। ইউ উইল বি জাস্ট ফাইন।”
কাঁপা কাঁপা গলায় এলিসন বলল, “নট পসিবল, আমি পারব না ডাক্তার।”
আমার হাত এলিসনের কাঁধের ওপর থেকে উঠে আসছিল, তখন ও বলল,”আমি কী আপনাকে কিছু বলতে পারি?”
“হ্যাঁ বলুন না।”
কয়েক মুহূর্তের জন্য এলিসন চোখ নামিয়ে নিল, তারপরে আমার দিকে চেয়ে বলল, “আই অ্যাম গোইং টু টেল ইউ সামথিং অ্যান্ড টেক ইট ব্যাক। প্লিজ ডোন্ট জাজ মি। বাট ইউ নিড টু নো দিস।”
আমি আপনাকে কিছু বলেই ফিরিয়ে নেব সাথে সাথে।
কিন্তু ও যা আমাকে বলল তা ফিরে গেল না আর, রয়ে গেল আমার সাথে।
“ডক্টর, আমি জানি আমি খুব বিরক্ত করছি আপনাকে। একটা ছোট ওষুধ নিতে চাইছি না। আমার যে খুব ভয় করে।”
“আপনাকে তো বললামই ভয়ের কোন কারণ নেই, এই এতটুকু একটা জিনিস..”
“আমি ছোটবেলায় বার বার রেপড হয়েছি। থ্রু মাই ব্যাক। আমার স্বামীও আমাকে ছাড়েনি। বারবার জোর করেছে আমার সাথে। আমার ডিভোর্স হয়েছে আজ প্রায় সাত বছর হল। কিন্তু এখনও ওই মুহূর্তগুলোকে ভুলতে পারি না আমি। সায়কায়াট্রিস্ট দেখিয়েছি, রোজ ওষুধ খাই এর জন্য। তাতেও কিছু হয় না। মলদ্বারে কিছু ঢোকানোর কথা ভাবলেই আমার গা তাই শিউরে উঠছে, আমি পারব না ডক্টর, আমি পারব না।”
কাঁদতে কাঁদতে আমার হাতদুটোকে ধরে অ্যালিসন এই কথাগুলো বলছিল। ওর মুখ থেকে বেরিয়ে আসা শব্দগুলো যেন থাপ্পড়ের মতো আছড়ে পড়ছিল আমার মুখের ওপর। আমি নাকি ওর চিকিৎসক। অ্যালিসনের অপারেশনটা ভাল ভাবে করে দিয়ে ভাবছি ওর জীবনে বড় একটা উপকার করে দিয়েছি। অথচ মেয়েটা যে বিষাদকে বুকে বয়ে নিয়ে বেড়াচ্ছে, তার কণামাত্রও বুঝতে পারলাম না আমি। ওর এই যন্ত্রণার উপশমের উপায় তো আমার জানা নেই। স্ক্যালপেল অবধিই আমার দৌড়।
সেদিন আরো কিছুটা সময় কাটিয়েছিলাম অ্যালিসনের সাথে, একটা সাপোসিটরি আনিয়ে ওর হাতে দিয়ে বলেছিলাম দেখো কত ছোট এটা। এইটুকু মলদ্বারে ঢোকালে তুমি কিছুই বুঝতে পারবে না। মেয়েটা আমার কথায় ভরসা করেছিল। সাপোসিটরিটা পরে নার্স দিয়ে দেন। বিকেলের দিকে থিয়েটার থেকে ওয়ার্ডে ফোন করে জানতে পারলাম অ্যালিসন বাড়ি চলে গেছে।
আমি অ্যালিসনের চিকিৎসা করলাম। কিন্তু ওকে সুস্থ করে তুলতে পারলাম কি? উলটে খারাপ ভাবে জাজ করলাম ওকে।
‘জাজ করা’-র কোন ভাল বাংলা প্রতিশব্দ পাইনি আমি কোথাও। তার মানে বাঙালিরা কি কাউকে জাজ করে না? নিশ্চয়ই করে। আমরা উঠতে বসতে আমাদের চারপাশের মানুষগুলোকে দেখছি নিজের চোখ দিয়ে। জাজ করছি তাদের ভাল খারাপ। নিজের মতো করেই ভেবে ফেলছি তাদেরকে নিয়ে।
এক একটা মানুষ এক একটা অগোছালো রুবিকের কিউব। তার পাঁচটা রঙ এলোমেলো ভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে। কেউ একমাত্রিকও না, সবাই বহুমাত্রিক। অথচ আমাদের কারোর সময় নেই উল্টোদিকের মানুষটাকে ভাল করে চেনার। যেটুকু দেখতে পাই সেটুকুতেই গোটা মানুষটার অবয়ব কল্পনা করে নিতে এতটুকু বাঁধে না আমাদের। কারোর হাসির লাল রঙ দেখলে বুঝতে চাই না এর পিছনে বিষাদের নীলও মিশে থাকতে পারে। কেউ ঝলমলে সবুজ, ভিতরে একাকীত্বের হলুদকে লুকিয়ে। আমরা দেখেও দেখি না। সময়ই নেই সেই দেখার মতো।
আমরা সবাই মানুষ দেখি, কিন্তু কোন দিন মানুষ বুঝি না।
ভালো লেখা।
আমাদের কার মনের গহীন গোপনে কোন আতঙ্কময় অভিজ্ঞতা যে লুকিয়ে আছে তা কি আমরা নিজেরাই সবসময়ে জানতে পারি ?
আপনার 29th sep লেখাতে কোনো কমেন্টস করার জায়গা ছিল না বলেই এখানে বলছি। শেষ অধ্যায় এর বিশ্লেষন টা দারুন ভালো লাগলো। একদম সঠিক। ভালো থাকবেন।