। আত্মসমীক্ষা।
নাম?
মানুষ, দুনিয়া নাকি আমার গোলাম,
হুঁস হওয়া ইস্তক শুনেছি ওটাই,
যদিও যারা বলে তারাও তো তাই।
গাছপালা পশুপাখি কী বলে ডাকে
ইসস, যদি জানতাম।
আন্দাজে বুঝি ভালো বলে না আমাকে।
পদবী?
হিন্দু না নাস্তিক, বাঙালী না ভারতীয়,
নাকি আরো ব্যাপ্তিতে এক গোটা পৃথিবীর অধিবাসীও,
ভাবলেই গুলাচ্ছে হিসেবটা সবই।
ডাকনাম?
নামডাক হতো যদি, তবে বুঝতাম।
স্নেহ রাগ বন্ধুতা প্রেমে অপ্রেমে,
কত নাম ধরা আছে স্মৃতিদের ফ্রেমে,
কিছু তার খুব প্রিয়, কিছু নয় তত,
বলবো না, থাক তারা নিজেদের মতো।
রঙ করো চুল?
আয়নায় যাকে দেখি সে লোকটা ভুল,
আমি অত বুড়ো সেটা সময়ের ঢপ।
আয়নার বায়নাতে করছি কলপ।
কখনো ভেঙেছে হাড়?
সকলেরই ভাঙে, সময়ের সাথে যায় জুড়েও আবার।
মূল কথা , লড়ে যাওয়া ভাঙা পা’য় হাতে,
নত হওয়া ক্ষত যেন ঘুণ না করতে পারে শিরদাঁড়াতে।
ভালোবাসা এক পাক্ষিক?
কত যে রয়েছে, হিসেব পাবো না তার ঠিক।
অরণ্য আর নদী আছে কত, দশ পনেরোটা পাহাড় অন্তত,
শহর রয়েছে কিছু, মধুময় স্মৃতিমাখা ফেলে আসা গ্রাম,
পড়েছি তাদের প্রেমে, তারা কেউ অধমের জানেও না নাম।
এরা ছাড়া আর কেউ.. প্রিয় কোনো নারী..
কেন আর মনে করি! আপাতত ভালো আছে হৃদয় বেচারি।
মৃত্যু দেখেছি কোনো?
বাঁচতে দেখেছি কটা বরঞ্চ গোনো,
রোজ কত মরে যায়, বিশ্বাস, বন্ধুতা, ভরসা ও আশা,
সময় কবর দেয় কত ভালোবাসা,
মৃত্যু দেখেছি আমি, অনেক, অনেক,
তবু আয়নাকে বলি বেঁচে থাকা শেখ।
ফুল প্রিয় কী কী?
ফুল কথাটাই জেনো ভীষণ প্রতীকি,
যা কিছু সৌরভ আনে কাছে এলে,
সবই তো ফুল। আমার সে ফুলেরা সবই এলেবেলে,
ভিখিরি শিশুকে পেয়ে আইসক্রিম কিনে দিয়ে যেই হাসি দেখি,
বসরাই গোলাপের থেকে কিছু কম সেরা সে কি?
আ্যম্বুলেন্সে চড়া?
গত দুবছর ধরে কমবেশি সকলেই মারী- হরকরা,
বাস ট্রেন বিমান ও গাড়ি যাই চেপে ঘুরি,
অজান্তে সবই রোগবাহী। নীল আলো সাইরেন আজ অজরুরি।
রয়েছে কি পোষ্য? থাকলে কী পোষ্য?
মালিক হওয়ার কোনো যোগ্যতা নেই,
সাধের কলমখানা এখনো অ-বশ্য।
এত বলি চেপে লেখ, নিরাপদে খেল না,
ব্যাটা তবু বারুদকে মনে করে খেলনা।
ঘোড়ায় চড়েছি নাকি?
উঁহু বাবা, উল্টোটা, আজীবন ঘোড়া হয়ে থাকি।
ইনকাম ট্যাক্স দেওয়া খেটে খাওয়া লোক ভাই,
বছরেতে তিনবার অ্যাডভান্স শোক পাই,
নেতাদের অনুদান, ভোট পেতে হরিলুট,
বোঁচকা আমারই কাঁধে, আজীবন দিই ছুট..
পালিয়েছি বাড়ি থেকে?
কিছু লোক বুনো হয়, বন্ধুরা ঠেকে শেখে,
ঘরে থাকে দেহ বটে, মন ঘরে থাকে কই,
বাড়িতে দেখছো যাকে ওটা জেনো আমি নই।
বড় কোনো ইচ্ছে?
আশাবাদী আমি ভারী, নেইকো চিকিচ্ছে।
প্রতি শিশু স্কুলে যাবে, প্রতি হাতে কাজ যে,
শিক্ষিত নেতা হবে দেশে সব রাজ্যে,
ধর্ম থাকবে ঘরে, মানুষেরা রাস্তায়,
সবকটা নাকে যেন অন্নের বাস যায়,
আমার ইচ্ছে দেখে যাবো এক পৃথিবী,
যেখানে সবার উঁচু ভারতের জি ডি পি।
আগামীর কাছে শুধু এটুকুই ভিক্ষা,
পাশ করে দেশ যেন কোভিডপরীক্ষা।
আর্জিতে শেষ করি আত্মসমীক্ষা..
আর্যতীর্থ