আমরা ক্রিকেট খেলছিলাম। বল বাউন্ডারি। বিশু ঝোপের মধ্যে বল খুঁজছিল। মালটা আর ফিরছে না। খালি খুঁজেই যাচ্ছে। তাই আমরাও হাত লাগাতে গেলাম। ও মা! বিশের হাতে বল, তবুও শালা কী খুঁজছে। কাছে গিয়ে দেখি ব্যবহার করা কনডোম ছড়িয়ে আছে, আর বিশে সেইগুলো খুঁজছে।আমাদের খেলা শেষ। শুরু হলো গবেষণা। কোন জানলা দিয়ে এগুলো পড়েছে। সদ্য বিয়ে করা মনাদা, রবি কাকু,না ভম্বলের দাদু। শেষের টা ভেবে সবাই ভোম্বলের দিকে তাকালাম, আর ও চার অক্ষর মেরে চলে গেলো। ততো দিনে আমরা নিরোধ আর মালা ডি জেনে গেছি। হাম দো হামারা দো, বুঝতে শিখে গেছি। নিলু সব ব্যাপারে বেশি জানতো। তাই ও নিরোধ পেরিয়ে ডিলাক্স নিরোধ নিয়ে গবেষণা চালাতো।
পেশার খাতিরে এখন কন্ট্রাসেপসান নিয়ে গুরু গম্ভীর আলোচনা করতে হয়। এখনো লোকের অজ্ঞতা রয়ে গেছে। যেটা সবচেয়ে জরুরি, বাবা মায়ের উচিত বাচ্চাদের সাথে এই বিষয়ে খোলাখুলি আলোচনা করা। এখনকার বাচ্চারা সব কিছু আগে শুরু করে, সেক্সও। অঘটন ঘটার আগেই তা আটকানো উচিত। জীবন তাই শেখায়, কন্ট্রাসেপসান ও!