চুপ থাকাটাও এক ধরণের রাজনীতি ।
কখনো তা দায় এড়ানো রাজভীতি কিংবা নীরব সমর্থনের রাজপ্রীতি,
মোটের ওপর চুপ থাকা নয় বোকার গুণ,
আপনি বাঁচলে বাপের নামের নাম নতুন।
বলবে যে, সে বলবে নিজের মন খুলে।
জড়িয়ে যাবে কখন আবার কোন ভুলে, দুয়ারে তার আসবে পুলিশ কোন রুলে,
এসব ভেবে স্বর করে যে রুদ্ধ আজ,
শান্তি ভানে সেই তো আসল যুদ্ধবাজ।
ছিলো আছে থাকবে অনেক কাজ খারাপ।
একেকজনের কাছে সেটার এক এক মাপ, করছে কে তার ভিত্তিতে হয় দোষ বা মাফ,
কিন্তু সেটা বলবে যে কেউ মুখ ফুটে,
ঝগড়া করার লোক যাবে তার ঠিক জুটে।
মত জানালেই তোমার শিবির চিনবে কেউ
রোজের জীবন দুলিয়ে যাবে হরেক ঢেউ, মূক থাকা মুখ চায় না আসুক তা আদৌ,
তার জীবনের নিটোলে না পড়লে ডেন্ট,
চলছে চলুক, যেমন চালায় গভরমেন্ট।
কুটিলতম রাজনীতি তাই ‘নো কমেন্ট’।