সিস্টার লিনি। 2018 এ প্রথম যে নিপাহ ভাইরাস আক্রান্ত রোগী ধরা পড়েন, তার চিকিৎসায় যুক্ত ছিলেন সিস্টার লিনি। যখন তিনি বুঝতে পারেন যে তিনি নিজেও নিপাহ ভাইরাসে আক্রান্ত, তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে জানান, এবং তাকে কোয়ারেন্টাইন করার কথা বলেন।
সিস্টার লিনি বাঁচেন নি, মৃত্যুর পর তাকে ফ্লোরেন্স নাইটিঙ্গেল সম্মানে ভূষিত করা হয়।